ঢাকা     শনিবার   ১৫ ফেব্রুয়ারি ২০২৫ ||  ফাল্গুন ২ ১৪৩১

বগুড়ায় এইচএসসি পরীক্ষার্থীর ‍ঝুলন্ত লাশ উদ্ধার

বগুড়া প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:৪৯, ২৩ সেপ্টেম্বর ২০২৩   আপডেট: ১৮:১৭, ২৩ সেপ্টেম্বর ২০২৩
বগুড়ায় এইচএসসি পরীক্ষার্থীর ‍ঝুলন্ত লাশ উদ্ধার

বগুড়ার নন্দীগ্রামের পৌর এলাকা থেকে রাহিমা খাতুন (১৯) নামের এক এইচএসসি পরীক্ষার্থীর লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২৩ সেপ্টেম্বর) সকালে পৌরসভার ঢাকুইর মহল্লার ফকিরপাড়া এলাকার একটি বাড়ি থেকে লাশটি উদ্ধার করা হয়।

মারা যাওয়া রাহিমা খাতুন (১৮) একই এলাকার রেজাউল করিমের মেয়ে। তিনি নন্দীগ্রাম সরকারি মহিলা ডিগ্রি কলেজে চলমান এইচএসসি পরীক্ষার্থী ছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, রহিমা গতকাল রাত ১০টার দিকে রাতের খাবার খেয়ে ঘুমাতে যান। রাত ১২টার দিকে তার মা ঘরের দরজায় গিয়ে রহিমাকে ডাকাডাকি করেন। কোনো সাড়া না পেয়ে তিনি দরজা ভেঙে ঘরের ভেতর প্রবেশ করেন। এসময় তিনি ফ্যানের সঙ্গে ওড়না পেঁচানো অবস্থায় মেয়েকে দেখতে পান। পরে তার চিৎকার শুনে স্থানীয়রা এসে রহিমার লাশ নিচে নামায়। 

আরো পড়ুন:

নন্দীগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন বলেন, গতকাল রাতে রহিমা মারা গেলেও পরিবার আজ শনিবার সকালে পুলিশকে জানায়। এছাড়া লাশটি পরিবারের লোকজন নিজেরাই নামায়। আমরা জানতে পেরেছি মারা যাওয়া মেয়েটির বাবা-মার মধ্যে কলহ ছিল। সে কারণেই তিনি আত্মহত্যা করেছেন। লাশ ময়নাতদন্ত শেষে জানা যাবে এটি হত্যা না আত্মহত্যা। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বগুড়া শহিদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

এনাম/ মাসুদ

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়