ঢাকা     সোমবার   ২২ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৮ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

স্কুলছাত্রীকে উত্ত্যক্ত করায় যুবকের ৬ মাস কারাদণ্ড

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:০৩, ২৬ সেপ্টেম্বর ২০২৩  
স্কুলছাত্রীকে উত্ত্যক্ত করায় যুবকের ৬ মাস কারাদণ্ড

কারাদণ্ডপ্রাপ্ত মাসুম

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে স্কুলছাত্রীকে উত্ত্যক্ত করায় মাসুম (২৪) নামে যুবককে ৬ মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার বীরগাঁও স্কুল এন্ড কলেজ প্রাঙ্গণে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে সাজা দেন নবীনগর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদা জাহান।

সাজাপ্রাপ্ত মো. মাসুম উপজেলার বীরগাঁও ইউনিয়নের গৌরনগর গ্রামের রফিকুল ইসলামের ছেলে।

আরো পড়ুন:

মাসুম বখাটে প্রকৃতির যুবক। এ কারণে তার স্ত্রীও তাকে ছেড়ে গেছে। তিনি প্রায় সময় স্কুল ও কলেজ পড়ুয়া ছাত্রীদের উত্ত্যক্ত করতেন। বীরগাঁও স্কুল এন্ড কলেজের নবম শ্রেণির এক ছাত্রীকে তিনি প্রায়ই উত্ত্যক্ত করতেন। ছাত্রীর বাবার অভিযোগের ভিত্তিতে দুপুরে স্কুল প্রাঙ্গণে ছাত্রীদের উত্ত্যক্ত করলে মাসুমকে আটক করা হয়। তার মোবাইলে বিভিন্ন মেয়েদের সঙ্গে আপত্তিকর ছবি ও ভিডিও পাওয়ায় তার মোবাইল জব্দ করা হয়। পরে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকারী মাহমুদা জাহান রাইজিংবিডিকে জানান, কারাভোগের পর মাসুম এ কাজ আর করবেন না বলে মুচলেকা আদায় করা হয়েছে। জনস্বার্থে ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।
 

রুবেল/বকুল

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়