ঢাকা     রোববার   ২১ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৬ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

চতুর্থ শ্রেণির ছাত্রকে হত্যা, ৩ আসামির মৃত্যুদণ্ড

রাজবাড়ী সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:৫৮, ২৭ সেপ্টেম্বর ২০২৩  
চতুর্থ শ্রেণির ছাত্রকে হত্যা, ৩ আসামির মৃত্যুদণ্ড

রাজবাড়ীতে অপহরণের পর চতুর্থ শ্রেণির ছাত্র রিফাদ হত্যা মামলায় তিন আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে আসামিদের প্রত্যেককে ৫০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে। 

বুধবার (২৭ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে রাজবাড়ীর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনালের বিচারক মো. সাব্বির ফয়েজ এ রায় দেন। এসময় আসামিরা আদালতে উপস্থিত ছিলেন।

আরো পড়ুন:

সাজাপ্রাপ্তরা হলেন- রাজবাড়ী শহরের সজ্জনকান্দা এলাকার রঞ্জিত কুমারের ছেলে রক্তিম, একই এলাকার দুলালের ছেলে রাসেল ও মিজানপুর ইউনিয়নের চরনারায়নপুর এলাকার আব্দুল মালেকের ছেলে রনি।

আদালত সূত্রে জানা যায়, ২০১৩ সালের ৬ নভেম্বর দুপুরে বিদ্যালয় থেকে ফেরার পথে সজ্জনকান্দা এলাকার প্রবাসী মোক্তার মন্ডলের ছেলে রিফাদকে অপহরণ করেন আসামিরা। এরপর তারা রিফাদের পরিবারের কাছে ১৫ লাখ টাকা মুক্তিপণ দাবি করেন। মুক্তিপণ না পেয়ে গলায় গামছা পেঁচিয়ে শ্বাসরোধে হত্যার পর আসামিরা রিফাদের লাশ সজ্জনকান্দা এলাকার ভৈরব শীলের সেপটিক ট্যাঙ্কিতে লুকিয়ে রাখেন। ঘটনার পর পুলিশ ফোন নম্বরের সূত্র ধরে আসামিদের গ্রেপ্তার করে। পরে তদের দেওয়া স্বীকারোক্তি অনুযায়ী একই বছরের ৯ নভেম্বর রিফাদের লাশ উদ্ধার করে পুলিশ। 

রাজবাড়ীর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনালের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট সাইফুল ইসলাম বলেন, শিশু রিফাদকে অপহরণের পর নির্মমভাবে হত্যা করেছে আসামিরা। দীর্ঘ শুনানি শেষে বিচারক রায় দিয়েছেন। এ রায়ে বিচারপ্রার্থী সঠিক বিচার পেয়েছেন। আমরা এই রায়ে সন্তুুষ্ট।

রবিউল/ মাসুদ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়