খুলনায় ‘রাজনীতিতে নারীর নেতৃত্ব’ শীর্ষক সম্মেলন
নিজস্ব প্রতিবেদক, খুলনা || রাইজিংবিডি.কম
খুলনা বিভাগের রাজনীতিতে সাংগঠনিক ক্ষেত্রে ও নেতৃত্বে নারীর সক্রিয় ভূমিকা নিশ্চিত করার লক্ষ্যে ‘রাজনীতিতে নারীর নেতৃত্ব’ শিরোনামে বৃহস্পতিবার (২৮ আগস্ট) অনুষ্ঠিত সম্মেলনে নারীদের নিজ অবস্থান থেকে এগিয়ে আসা, দক্ষতা বৃদ্ধি, অধিকার আদায়ের বিষয়গুলো প্রাধান্য দিয়েছেন।
নগরীর সিএসএস আভা সেন্টারে এ সম্মেলনে খুলনা, বাগেরহাট ও মেহেরপুর জেলার আওয়ামী লীগের শীর্ষস্থানীয় নেতারা অংশ নেন। অংশগ্রহণকারীদের অধিকাংশই নারী। ইউএসএআইডি’র অর্থায়নে ‘স্ট্রেংথেনিং পলিটিক্যাল ল্যান্ডস্কেপ’ প্রকল্পের আওতায় ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল এই সম্মেলনের আয়োজন করে।
নাগরিক সংলাপে বক্তারা বলেন, বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতিতে নারী সবসময় অবহেলিত। নারীকে প্রথমে মানুষ হিসেবে দেখতে হবে। রাজনীতিতে নারী নেতৃত্ব আরও উৎসাহিত করতে হবে।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খুলনা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সুজিত অধিকারী, আওয়ামী লীগ নেতা রফিকুর রহমান রিপন, জোবায়ের আহমেদ খান জবা, আওয়ামী লীগ নেত্রী শামিমা আরা হিরা, দেলেআরা বেগম, সুলতানা রহমান শিল্পিসহ খুলনা, বাগেরহাট ও মেহেরপুরের নেতারা।
আরও উপস্থিত ছিলেন, ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের রিজিওনাল ম্যানেজার রুবাইয়াত হাসান, রিজিওনাল কো-অরডিনেটর ইয়াসিন আরাফাত ও ইলেকটোরাল প্রোগ্রাম এসিসট্যানট সিলমী সাদিয়া।
নুরুজ্জামান/বকুল