চট্টগ্রামে বইয়ের মার্কেটে আগুন
নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম || রাইজিংবিডি.কম
প্রকাশিত: ১২:৩৩, ২৯ সেপ্টেম্বর ২০২৩
আপডেট: ১২:৩৭, ২৯ সেপ্টেম্বর ২০২৩

চট্টগ্রামের আন্দরকিল্লা শাহী জামে মসজিদ বইয়ের মার্কেটে অগ্নিকাণ্ড ঘটেছে। শুক্রবার (২৯ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে।
আগ্রাবাদ ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষ থেকে রাইজিংবিডিকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। এতে কোনও হতাহতের ঘটনা ঘটেনি। তাৎক্ষণিক ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।
ফায়ার সার্ভিস জানায়, সকালে আন্দরকিল্লা শাহী জামে মসজিদ বইয়ের মার্কেটের একটি দোকানে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে, এখনো ভেতর থেকে ধোঁয়া বের হচ্ছে।
রেজাউল/কেআই