ঢাকা     সোমবার   ২২ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৮ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

করতোয়া সেতুর নিচ থেকে লাশ উদ্ধার

পঞ্চগড় প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:৫৬, ২৯ সেপ্টেম্বর ২০২৩  
করতোয়া সেতুর নিচ থেকে লাশ উদ্ধার

পঞ্চগড় জেলা শহরের করতোয়া সেতুর নিচ থেকে মেহেদী বাবু (৩২) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। 

শুক্রবার (২৫ সেপ্টেম্বর) বিকেলে লাশটি ময়নাতদন্তের জন্য পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। 

আরো পড়ুন:

মারা যাওয়া মেহেদী বাবুর বাড়ি ঠাকুরগাঁও সদর উপজেলার নিশ্চিন্তপুর এলাকায়। তিনি একই এলাকার সাফাইতুল্লাহ পাটোয়ারীর ছেলে। 

পুলিশ জানায়, জেলা শহরের করতোয়া সেতুর নিচে বালুচরে ওই যুবকের লাশ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয় পাথর শ্রমিকরা। পরে পুলিশ গিয়ে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। খোঁজ নিয়ে জানা যায়, ওই যুবকের নাম মেহেদী। বাড়ি ঠাকুরগাঁও। তার নামে বিভিন্ন থানায় চুরিসহ বিভিন্ন অভিযোগে একাধিক মামলা রয়েছে। 

স্থানীয়রা জানায়, সন্ধ্যা নামলেই করতোয়ার সেতুর নিচে মাদকাসক্ত যুবকদের আনাগোনা বাড়ে। 

পঞ্চগড় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল লতিফ মিঞা বলেন, মারা যাওয়া যুবকের নামে বিভিন্ন থানায় চুরিসহ বিভিন্ন অভিযোগে মামলা রয়েছে। মৃত্যুর কারণ নিশ্চিত হওয়ার জন্য লাশ ময়নাতদন্তে পাঠানো হয়েছে। থানায় অপমৃত্যু মামলা হয়েছে বলেও জানান তিনি। 

নাঈম/কেআই

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়