তৃতীয় লিঙ্গের ছদ্মবেশে মাদকের কারবার, ২ রোহিঙ্গা গ্রেপ্তার
সাভার (ঢাকা) প্রতিনিধি || রাইজিংবিডি.কম

ঢাকার সাভারে তৃতীয় লিঙ্গের ছদ্মবেশে মাদক কেনাবেচার সঙ্গে জড়িত দুই রোহিঙ্গাকে গ্রেপ্তার করেছে র্যাব। শুক্রবার (২৯ সেপ্টেম্বর) সাভারের নিউমার্কেট এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
র্যাব জানায়, শুক্রবার সকালে সাভারের নিউমার্কেট এলাকায় অভিযান চালিয়ে তৃতীয় লিঙ্গের পরিচয় দেওয়া দুইজনকে আটক করা হয়। তাদের কাছ থেকে পলিথিন ও স্কচটেপে মোড়ানো অবস্থায় ১০ হাজার ৩০০ পিস ইয়াবা জব্দ হয়।
র্যাব-৪, সিপিসি-২-এর কোম্পানি কমান্ডার রাকিব মাহমুদ খান বলেন, ইয়াবাসহ দুই রোহিঙ্গা মাদক কারবারিকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে সাভার মডেল থানায় মামলা হয়েছে। গ্রেপ্তারকৃতদের থানায় হস্তান্তর করা হয়েছে।
তিনি আরও বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা নিজেদের রোহিঙ্গা পরিচয় দিয়েছেন। তারা দীর্ঘদিন ধরে তৃতীয় লিঙ্গের ছদ্মবেশ ধারণ করে পার্শ্ববর্তী দেশ থেকে ইয়াবার চালান সংগ্রহ করতেন। তৃতীয় লিঙ্গের মতো স্পর্শকাতর ছদ্মবেশ ধারণ করে ও অশ্লীল অঙ্গভঙ্গি করে আইনশৃঙ্খলা বাহিনীর নজর ফাঁকি দিয়ে ইয়াবার চালান ঢাকা মহানগরসহ বিভিন্ন এলাকার মাদক কারবারিদের কাছে বিক্রি করতেন তারা।
সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দীপক চন্দ্র সাহা বলেন, র্যাব আমাদের কাছে দুই মাদক কারবারিকে হস্তান্তর করেছে। তাদের বিরুদ্ধে র্যাব বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করেছে।
সাব্বির/ মাসুদ
আরো পড়ুন