ঢাকা     সোমবার   ২২ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৮ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

ফরিদপুরে ট্রাকের ধাক্কায় ভ্যানচালক নিহত, তছনছ প্রাইভেটকার

ফরিদপুর সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:২৪, ৩ অক্টোবর ২০২৩   আপডেট: ১০:৩১, ৩ অক্টোবর ২০২৩
ফরিদপুরে ট্রাকের ধাক্কায় ভ্যানচালক নিহত, তছনছ প্রাইভেটকার

ফরিদপুরের বোয়ালমারীতে ট্রাকের ধাক্কায় এলেম শেখ (৪৫) নামে এক অটো ভ্যানচালক নিহত হয়েছেন। ট্রাকটি পালানোর চেষ্টাকালে আরেকটি প্রাইভেটকারও দুমড়ে মুচড়ে দিয়েছে।

সোমবার (২ অক্টোবর) রাতে বোয়ালমারী উপজেলার সাতাইর ইউনিয়নের কাদিরদী উচ্চ বিদ্যালয়ের সামনে এ ঘটনা ঘটে। 

নিহত এলেম শেখ পার্শ্ববর্তী মধুখালী উপজেলার জাহাপুর ইউনিয়নের ফুলবাড়ী দস্তরদিয়া গ্রামের মৃত জলিল শেখের ছেলে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, সোমবার রাত সাড়ে ১০টার দিকে উপজেলার কাদিরদী উচ্চ বিদ্যালয়ের সামনে বোয়ালমারীগামী একটি ট্রাক (ঝিনাইদহ-টি-১১১৯৫২) অটোভ্যানকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই ভ্যান চালকের মৃত্যু হয়। দ্রুতগামী ট্রাকটি পালানোর চেষ্টাকালে ট্রাকটি আবার ফরিদপুরগামী একটি প্রাইভেটকারের (ঢাকা মেট্রো-৩৭৭৬৩৭) সাথে ধাক্কা দিলে প্রাইভেটকারটি দুমড়ে মুচড়ে যায়। এসময় ট্রাকচালকের সহকারী রাজু মিয়া (২৮) কে স্থানীয়রা আটক করে পুলিশে সোপর্দ করে।

বোয়ালমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আব্দুল ওয়াহাব জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের লাশ উদ্ধার করে। ঘাতক ট্রাক ও প্রাইভেটকার জব্দ করা হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

তামিম/টিপু

সর্বশেষ

পাঠকপ্রিয়