চট্টগ্রামে আমিন জুট মিলের কাছের কলোনিতে আগুন, নিঃস্ব শতাধিক পরিবার
নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম || রাইজিংবিডি.কম
চট্টগ্রাম মহানগরীর বায়েজিদ বোস্তামি থানাধীন আমিন জুট মিল এলাকায় একটি টিনশেড কলোনিতে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটেছে।
বুধবার (৪ অক্টোবর) ভোর সাড়ে ৫টার দিকে এ অগ্নিকাণ্ড ঘটে। এতে প্রায় শতাধিক পরিবার নিঃস্ব হয়ে গেছে।
আগ্রাবাদ ফায়ার সার্ভিস বিভাগের সহকারী পরিচালক আবদুল হালিম এসব তথ্য নিশ্চিত করেছেন।
ফায়ার সার্ভিস সূত্র জানায়, আমিন জুট মিল সংলগ্ন একটি টিনশেড কলোনির পাশের একটি জুটের কারখানা থেকে আগুনের সূত্রপাত হয়। পরে আগুন কলোনিতে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে নগরীর বায়েজিদ, কালুরঘাট ও চন্দরপুরা ফায়ার স্টেশন থেকে মোট ৬টি গাড়ি দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ করে। প্রায় ৩ ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় ফায়ার সার্ভিস। আগুনে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। তবে কলোনিতে বসবাসকারী শতাধিক পরিবার সর্বস্ব হারিয়েছে।
রেজাউল করিম/ইভা