ঢাকা     সোমবার   ২২ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৮ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

আন্তঃনগর বিরতিহীন ট্রেন দ্রুত চালুর দাবিতে শ্রীমঙ্গলে মানববন্ধন

মৌলভীবাজার সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:৪০, ৭ অক্টোবর ২০২৩  
আন্তঃনগর বিরতিহীন ট্রেন দ্রুত চালুর দাবিতে শ্রীমঙ্গলে মানববন্ধন

সিলেট-ঢাকা ও সিলেট-চট্টগ্রাম-কক্সবাজার রেলপথে আন্তঃনগর বিরতিহীন ট্রেন ও বিভিন্ন সেবা দ্রুত চালুর দাবিতে দেশব্যাপী মানববন্ধনের অংশ হিসেবে ‘সিলেট বিভাগ যোগাযোগ ও উন্নয়ন পরিষদ শ্রীমঙ্গল উপজেলা শাখার’ উদ্যোগে শ্রীমঙ্গল রেলওয়ে স্টেশনে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৭ অক্টোবর) সকাল সাড়ে ১০টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত শ্রীমঙ্গল রেলওয়ে স্টেশনে মানববন্ধন অনুষ্ঠিত হয়। 

মানববন্ধনে সাধারণ মানুষ ছাড়াও উপস্থিত ছিলেন, বাংলাদেশ মুক্তিযোদ্ধা কমান্ড শ্রীমঙ্গল উপজেলা কমান্ডের সাবেক কমান্ডার কুমুদ রঞ্জন দেব, ওয়াকার্স পার্টির জেলা নেতা সাংবাদিক সৈয়দ আমিরুজ্জামান, সিলেট বিভাগ যোগাযোগ ও উন্নয়ন পরিষদ শ্রীমঙ্গল উপজেলা শাখার আব্দুল কাইয়ুম, কাওছার ইকবাল, রাজনৈতিক নেতা নাজমুল হাসান বাবুল, সমাজকর্মী আনিসুল ইসলাম আশারাফী, বিকাশ দাশ বাপ্পন, আদিবাসী নেতা শ্যামল দেব বর্মা, সাংবাদিক শিমুল তরফদার, সাংবাদিক রূপম আচার্য প্রমুখ।

আরো পড়ুন:

মানববন্ধনকারীদের দাবির মধ্যে রয়েছে, ঢাকা-সিলেট এবং সিলেট-চট্টগ্রাম-কক্সবাজার রেলপথে পরিষদের দাবিকৃত এবং সরকারের নীতিগত সিদ্ধান্ত দুটি আন্তঃনগর বিরতিহীন ট্রেন দ্রুত সময়ের মধ্যে চালুকরণ; আখাউড়া-সিলেট ও সিলেট-চট্টগ্রাম-কক্সবাজার রেলপথে মন্ত্রিপরিষদ অনুমোদিত ব্রডগেজের কাজ দ্রুত বাস্তবায়ন; ঢাকা-সিলেট ও সিলেট-চট্টগ্রাম-কক্সবাজার রেলপথে সিলেট বিভাগের বাইরে আন্তঃনগর ট্রেনগুলোর স্টপেজ বন্ধ করে উক্ত এলাকার যাত্রীদের জন্য নতুন ট্রেন চালুকরণ; ঢাকা-সিলেট ও সিলেট-চট্টগ্রাম-কক্সবাজার রেলপথে আন্তঃনগর ট্রেনগুলো আরামদায়ক ও নিরাপদ ভ্রমণের জন্য টিকেটবিহীন যাত্রীদের চলাচল বন্ধ করে যাত্রীদের নিরাপত্তা নিশ্চিতকরণ; পারাবত এক্সপ্রেসের পুরাতন জরাজীর্ণ কোচগুলোর পরিবর্তে নতুন কোরিয়ান কোচ প্রতিস্থাপন। 
 

হামিদ/বকুল 

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়