ঢাকা     সোমবার   ২২ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৮ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

মৌলভীবাজারে অ্যাম্বুলেন্স-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ২

মৌলভীবাজার সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:২৩, ১৩ অক্টোবর ২০২৩  
মৌলভীবাজারে অ্যাম্বুলেন্স-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ২

মৌলভীবাজারে অ্যাম্বুলেন্স-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত হয়েছেন। শুক্রবার (১৩ অক্টোবর) দুপুরে শ্রীমঙ্গল সড়কের আকবরপুর এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- কমলগঞ্জ উপজেলার ইসলামপুর ইউনিয়নের সুরুজ মিয়ার ছেলে তাজউদ্দীন (৪৫) ও পৌরসভার শ্রীনাথপুর গ্রামের মৃত জমশেদ মিয়ার ছেলে শাহিন মিয়া (৩৫)।

স্থানীয় সূত্রে জানা যায়, মৌলভীবাজার শহর থেকে শ্রীমঙ্গল যাওয়ার পথে আকবরপুর এলাকায় একটি অ্যাম্বুলেন্সের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুই মোটরসাইকেল আরোহী গুরুতর আহত হন।

স্থানীয়রা তাদের উদ্ধার করে মৌলভীবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক একজনকে মৃত ঘোষণা করেন। অপরজনকে সিলেট পাঠানো হলে পথেই তিনি মৃত্যুবরণ করেন।

মৌলভীবাজার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হারুনুর রশিদ চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন।

হামিদ/কেআই

সর্বশেষ

পাঠকপ্রিয়