মৌলভীবাজারে চার উপজেলায় কমিউনিটি আই সেন্টারের উদ্বোধন
মৌলভীবাজার সংবাদদাতা || রাইজিংবিডি.কম
দেশের প্রতিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কমিউনিটি আই সেন্টার স্থাপন কার্যক্রমের অংশ হিসেবে চতুর্থ পর্যায়ে মৌলভীবাজারের চারটি উপজেলায় কমিউনিটি আই সেন্টারের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
এসময় প্রধানমন্ত্রী সরাসরি ভিডিও কনফারেন্সের মাধ্যমে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে অনুষ্ঠানস্থলে উপস্থিত সুধী ও চক্ষু রোগীদের সাথে কথা বলেন।
সোমবার (১৬ অক্টোবর) সকাল সাড়ে ১০ টায় গণভবন থেকে সরাসরি ভিডিও কনফারেন্সের মাধ্যমে মৌলভীবাজার জেলার ৪টি উপজেলা শ্রীমঙ্গল, কমলগঞ্জ, বড়লেখা ও কুলাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্থাপিত কমিউনিটি আই সেন্টারের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
শ্রীমঙ্গল জেলা পরিষদ অডিটোরিয়ামে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিলেট বিভাগের বিভাগীয় কমিশনার, সিলেট রেঞ্জের ডিআইজি, মৌলভীবাজারের জেলা প্রশাসক, জেলা পুলিশ সুপার, সিভিল সার্জন, স্থানীয় সংসদ সদস্য, শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা, চিকিৎসক, জনপ্রতিনিধি ও বিভিন্ন শ্রেণিপেশার মানুষ।
হামিদ/টিপু