ঢাকা     সোমবার   ২২ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৮ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

সরকার পদত্যাগের আগে কোনো সংলাপ নয়: শামসুজ্জামান দুদু

ঝিনাইদহ সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:৩০, ২১ অক্টোবর ২০২৩  
সরকার পদত্যাগের আগে কোনো সংলাপ নয়: শামসুজ্জামান দুদু

বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু

বিএনপির চলমান আন্দোলনে বাধ্য হয়ে সরকার সংলাপের জাল বিস্তার করছে দাবি করে বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, ‘সরকার পদত্যাগের আগে কোনো সংলাপ হবে না। এই সরকার পদত্যাগ করার পরই কেবল আওয়ামী লীগের সঙ্গে বিএনপির সংলাপ হতে পারে। তবে, একটা পথ খোলা আছে। যদি কেয়ারটেকারের প্রশ্নে তারা আলোচনায় আসতে চায় তাহলে বিএনপি বিবেচনা করে দেখবে আলোচনা করা যাবে কি না।’

শনিবার (২১ অক্টোবর) সকালে ঝিনাইদহ জেলা বিএনপির কার্যালয়ে চলমান রাজনৈতিক পরিস্থিতির আলোকে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

আরো পড়ুন:

শামসুজ্জামান দুদু বলেন, আমরা বেগম খালেদা জিয়াকে মুক্ত করার জন্য আন্দোলন করছি। আমাদের এক দফা শেখ হাসিনার পদত্যাগ। আমরা পার্লামেন্ট ভেঙে দেওয়ার কথা বলছি। বাংলাদেশে ভালো নির্বাচনের জন্য নির্বাচন কমিশন পুনঃগঠনের কথা বলেছি। এটা নিয়ে আমরা আন্দোলন করছি। এই আন্দোলন নিয়ে আপোসের কোনো সুযোগ নেই।

ঝিনাইদহ জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট এম এ মজিদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জাহিদুজ্জামান মনার সঞ্চালনায় সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিএনপির খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক জয়ন্ত কুমার কুন্ডু, সহ তথ্য গবেষণা বিষয়ক সম্পাদক আমিরুজ্জামান খাঁন শিমুলসহ স্থানীয় নেতাকর্মীরা।

শরিফুল/মাসুদ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়