ঢাকা     সোমবার   ২২ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৮ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

ফরিদপুরে ডেঙ্গুতে আরও ২ নারীর মৃত্যু

ফরিদপুর সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:১২, ২২ অক্টোবর ২০২৩  
ফরিদপুরে ডেঙ্গুতে আরও ২ নারীর মৃত্যু

ফরিদপুরে ডেঙ্গু জ্বরে আক্রান্ত আরও ২ নারীর মৃত্যু হয়েছে। শনিবার সকাল ৮টা থেকে রোববার (২২ অক্টোবর) সকাল ৮টা পর্যন্ত বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়। এ নিয়ে জেলায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৯৮ জনে।

মারা যাওয়া নারীরা হলেন- ফরিদপুরের নগরকান্দা উপজেলার রতনদিয়া এলাকার উজ্জ্বলের স্ত্রী সুখী রানী (৪০) ও সালথা উপজেলার মীরের গট্টি এলাকার জব্বার মুন্সীর স্ত্রী হাসিনা বেগম (৬৫)।

ফরিদপুর সিভিল সার্জন ডা. মো. ছিদ্দিকুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, গত ২৪ ঘণ্টায় জেলার বিভিন্ন হাসপাতালে নতুন করে ২৮০ জন ডেঙ্গু আক্রান্ত রোগী ভর্তি হয়েছেন। বর্তমানে জেলার বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন আছেন ৬৫৩ জন।

তামিম/কেআই

সর্বশেষ

পাঠকপ্রিয়