ঝিনাইদহে ট্রেনে কাটা পড়ে নিহত ১
ঝিনাইদহ সংবাদদাতা || রাইজিংবিডি.কম
ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার মোবারকগঞ্জ রেলস্টেশনের অদূরে ঢাকা থেকে ছেড়ে আসা ‘সুন্দরবন এক্সপ্রেস’ ট্রেনে কাটা পড়ে নাম না জানা (৪৫) এক ব্যক্তির মৃত্যু হয়েছে।
শুক্রবার (২৭ অক্টোবর) বিকেল সাড়ে ৪টার দিকে ঘটনাটি ঘটে বলে জানিয়েছেন মোবারকগঞ্জ রেলস্টেশনের মাস্টার এসএম তৈহিদুর রহমান।
স্থানীয়রা জানান, মোবারকগঞ্জ রেলস্টেশনের অদূরে চাঁচড়া মাঠ এলাকায় ট্রেন আসার কিছুক্ষণ আগে স্থানীয় বাসিন্দারা মারা যাওয়া ব্যক্তিকে বসে থাকতে দেখেছিলেন। স্থানীয়দের ধারণা, ওই ব্যক্তি আত্মহত্যা করে থাকতে পারেন।
স্টেশন মাস্টার তৈহিদুর রহমান জানান, খবর পেয়ে তিনি ঘটনাস্থলে গিয়েছিলেন। যশোর রেল পুলিশকে বিষয়টি জানানো হয়েছে। তারা এসে মরদেহটি উদ্ধার করবেন। ঢাকা থেকে ছেড়ে আসা ‘সুন্দরবন এক্সপ্রেস’ ডাউন ট্রেনে কাটা পড়ে ওই ব্যক্তি মারা গেছেন।
শাহরিয়ার/মাসুদ