ঢাকা     সোমবার   ২২ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৭ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

ঝালকাঠিতে অভিযানেও থামছে না ইলিশ শিকার

ঝালকাঠি প্রতিনিধি  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:০৪, ২৮ অক্টোবর ২০২৩  
ঝালকাঠিতে অভিযানেও থামছে না ইলিশ শিকার

ইলিশের প্রজনন নিশ্চিত করতে প্রধান প্রজনন মৌসুমে দেশের নদ-নদী ও সাগরে ইলিশ আহরণ নিষিদ্ধ করা হয়েছে। ১১ অক্টোবর শুরু হওয়া নিষেধাজ্ঞা চলবে ২ নভেম্বর পর্যন্ত। তবে ঝালকাঠিতে নিয়মিত অভিযানের পরও ইলিশ শিকার থামছে না।

সুগন্ধা নদীর বিভিন্ন পয়েন্টে কয়েক দিন ঘুরে প্রকাশ্যে ইলিশ বিক্রি হতে দেখা গেছে। মাছ ধরে ট্রলার তীরে নোঙর করার আগেই জেলেরা জনগণের কাছে ইলিশ বিক্রি করছেন। 

আরো পড়ুন:

স্থানীয় সূত্র জানায়, প্রশাসনের অভিযান শুরু হলে কিছু সময়ের জন্য জেলেরা ইলিশ ধরা বন্ধ রাখে। অভিযান শেষ হলে আবারও জাল ফেলে। ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জেলেদের আটক ও জাল পুড়িয়ে ফেলার পরও ইলিশ শিকার থামছে না।

নদীর পারের বাসিন্দা ফয়সাল হোসেন বলেন, ‘নিষেধাজ্ঞার মধ্যেও নদীতে ইলিশ ধরা চলছে। ইলিশ ধরা বন্ধে প্রশাসনের আরও কঠোর হওয়া দরকার।’

ঝালকাঠি জেলা মৎস্য কর্মকর্তার কার্যালয় সূত্র জানায়, ঝালকাঠিতে নদীতে ১৫ দিন ভ্রাম্যমাণ আদালত ২০৯টি অভিযান পরিচালনা করে ৪ হাজার ৪৫৭ লাখ মিটার জাল জব্দ করেছে। যার দাম ৯০ লাখ ৩৪ হাজার টাকা। এ ছাড়া ৯টি মামলায় ৬ জনকে ১ বছর করে কারাদণ্ড দেওয়া হয়েছে।

এ বিষয়ে জেলা মৎস্য কর্মকর্তা রিপন কান্তি ঘোষ বলেন, মা-ইলিশ সংরক্ষণে অভিযান অব্যাহত আছে। তবে স্পিড বোটের সংখ্যা কম হওয়ায় ট্রলার দিয়ে অভিযান করতে হচ্ছে। ট্রলার নিয়ে একদিকে অভিযান করলে অন্যদিকে জেলেরা জাল ফেলে।
 

অলোক/বকুল 

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়