ঢাকা     সোমবার   ১৫ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ১ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

৬ বাসে মিলল ৩৫ মণ জাটকা, চালকদের জরিমানা

পটুয়াখালী (উপকূল) প্রতিনিধি  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:৪০, ৩ নভেম্বর ২০২৫   আপডেট: ১৩:০৩, ৩ নভেম্বর ২০২৫
৬ বাসে মিলল ৩৫ মণ জাটকা, চালকদের জরিমানা

রবিবার রাতে জব্দকৃত জাটকা ইলিশ দুস্থদের মধ্যে বিতরণ করে কর্তৃপক্ষ

পটুয়াখালীর কলাপাড়ায় ঢাকাগামী ছয়টি বাসে তল্লাশি চালিয়ে ৩৫ মণ জাটকা ইলিশ জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। এ ঘটনায় বাসগুলোর চালকদের দুই হাজার টাকা করে ১২ হাজার টাকা জরিমানা করা হয়েছে। 

রবিবার (২ নভেম্বর) সন্ধ্যা থেকে রাত ১২টা পর্যন্ত পৌর শহরের বাস টার্মিনাল এলাকায় এ অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) ইয়াসিন সাদীক। জব্দকৃত মাছ বিভিন্ন এতিমখানা ও হতদরিদ্র মানুষের মধ্যে বিতরণ করা হয়। 

আরো পড়ুন:

নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) ইয়াসিন সাদীক বলেন, ‍“১ নভেম্বর থেকে ৩০ জুন পর্যন্ত ৮ মাস জাটকা ধরা, পরিবহন ও বিনময় করলে কঠোর আইনী ব্যবস্থা নেওয়া হবে।”

অভিযানে মৎস্য বিভাগ ও পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন। 

ঢাকা/ইমরান/মাসুদ

সর্বশেষ

পাঠকপ্রিয়