বাঁশের সাঁকো থেকে সৌদি আরব প্রবাসীর ঝুলন্ত লাশ উদ্ধার
নোয়াখালী প্রতিনিধি || রাইজিংবিডি.কম
নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় একটি বাঁশের সাঁকো থেকে ঝুলন্ত অবস্থায় আবুল কালাম (৫৬) নামে এক সৌদি আরব প্রবাসীর লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (৪ নভেম্বর) দুপুরের দিকে পুলিশ মরদেহ ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করে।
এর আগে, একই দিন সকাল ১১টার দিকে উপজেলার মিরওয়ারিশপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের মিরালীপুর গ্রামের খালের ওপর থাকা সাঁকো থেকে লাশটি উদ্ধার করা হয়।
মারা যাওয়া আবুল কালাম মিরালীপুর গ্রামের মৃত আমিন উল্লার ছেলে।
খোঁজ নিয়ে জানা যায়, আবুল কালাম সৌদি আরবে থাকতেন। ৪-৫ মাস আগে তিনি দেশে ফেরেন। প্রথম স্ত্রী মারা যাওয়ার পর তিনি দ্বিতীয় বিয়ে করেন। দ্বিতীয় স্ত্রীর সঙ্গে সংসার করাকালে আবুল কালাম বিদেশ থেকে টাকা পয়সা দ্বিতীয় স্ত্রীর কাছে পাঠাতেন। বিদেশ থেকে আসার পর টাকার হিসেব নিয়ে দ্বিতীয় স্ত্রীর সঙ্গে প্রায়ই আবুল কালামের ঝগড়া হতো। আজ ভোরের দিকে পরিবারের সদস্যদের অগোচরে বাড়ির পাশে খালের ওপর থাকা বাঁশের সাঁকোতে আবুল কালাম গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন। স্থানীয় লোকজন লাশ দেখতে পেয়ে পরিবারের সদস্যদের জানায়। খবর পেয়ে পুলিশ আবুল কালামের ঝুলন্ত লাশ উদ্ধার করে।
বেগমগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.আনোয়ারুল ইসলাম বলেন, মারা যাওয়া ব্যক্তির লাশ ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় অপমৃত্যু মামলা নেওয়া হয়েছে।
সুজন/মাসুদ