গাজীপুরে কোয়ালিটি ফিড মিলের গুদামের আগুন নিয়ন্ত্রণে
কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি || রাইজিংবিডি.কম
গাজীপুরে কোয়ালিটি ফিড মিলের গুদামে লাগা আগুন নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিস। দুই ঘণ্টার চেষ্টায় ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে। এর আগে রোববার (৫ নভেম্বর) দুপুর ১টার দিকে সদর উপজেলার ভাওয়ালগড় ইউনিয়নের বাঘেরবাজার শিরিরচালা এলাকার ওই গুদামে আগুন লাগে।
আরও পড়ুন: গাজীপুরে পোল্ট্রি ফিডের গুদামে আগুন
ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্র জানায়, দুপুর ১টার দিকে কোয়ালিটি ফিড মিলের ঝুট গুদামে আগুন লাগে। কারখানার শ্রমিকরা প্রথমে আগুন নেভানোর চেষ্টা করেন। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়তে শুরু করে। পরে স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে শ্রীপুর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেন। দুই ঘণ্টার চেষ্টার পর তারা আগুন নিয়ন্ত্রণে আনে।
গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মো. আবদুল্লাহ আল আরেফিন বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত। তাৎক্ষণিক ক্ষতির পরিমাণ জানা যায়নি। এ ঘটনায় কেউ হতাহত হননি।
রফিক/মাসুদ