ঢাকা     সোমবার   ২২ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৮ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

অপপ্রচার করে আ.লীগের উন্নয়নকে আড়াল করা যাবে না: ডেপুটি স্পিকার

পাবনা প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:৫২, ৫ নভেম্বর ২০২৩  
অপপ্রচার করে আ.লীগের উন্নয়নকে আড়াল করা যাবে না: ডেপুটি স্পিকার

জাতীয় সংসদের ডেপুটি স্পিকার শামসুল হক টুকু বলেছেন, ‘আওয়ামী লীগের বিরুদ্ধে ষড়যন্ত্রকারীরা সবসময়ই অপপ্রচার চালানোর চেষ্টা চালিয়েছে। সব ষড়যন্ত্র ছিন্ন করে আওয়ামী লীগ জনগণকে স্বাধীনতা এনে দিয়েছে এবং অদ্যাবধি দেশকে উন্নয়নের পথে এগিয়ে নিয়ে যাচ্ছে। বর্তমান শিক্ষা কার্যক্রম নিয়ে একদল লোক অপপ্রচার চালাচ্ছে। অপপ্রচার করে আওয়ামী লীগের উন্নয়নকে আড়াল করা যাবে না।’

রোববার (৫ নভেম্বর) দুপুরে পাবনার বেড়া বালিকা উচ্চ বিদ্যালয়ে ‘নতুন শিক্ষাক্রম নিয়ে অপপ্রচারে বিভ্রান্ত হবেন না’ শীর্ষক অভিভাবক সমাবেশ ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

আরো পড়ুন:

ডেপুটি স্পিকার বলেন, আমাদের দেশে এক শ্রেণির লোক আছে যারা দেশের উন্নয়ন সহ্য করতে পারে না। দেশকে পেছনের দিকে ঠেলে নেওয়ার জন্য তারা নানা ধরনের অপপ্রচার ও গুজব ছড়ায়। ৫২'র ভাষা আন্দোলনের সময়ও আমাদের দেশের একদল লোক বাংলা ভাষার বিরোধিতা করেছে। জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা করেছে। একইভাবে মুক্তিযুদ্ধের সময় বাঙালি যখন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ডাকে সাড়া দিয়ে সশস্ত্র সংগ্রামে অবতীর্ণ হয়, তখনও একদল লোক স্বাধীন বাংলাদেশের বিরুদ্ধে অবস্থান নেয়। অপপ্রচারে সেসময়েও কোনো লাভ হয়নি, এখনও হবে না।

অনুষ্ঠানে বেড়া পৌর মেয়র ও বেড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি  আসিফ শামস রঞ্জনের সভাপতিত্বে স্থানীয় নির্বাচিত প্রতিনিধিরা, স্থানীয় ব্যক্তিবর্গ, স্কুলের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

শাহীন/মাসুদ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়