ঢাকা     সোমবার   ২২ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৮ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

যমুনায় জেলের জালে ধরা পড়লো ৬৩ কেজির বাঘাইর 

জামালপুর সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:২৭, ৬ নভেম্বর ২০২৩  
যমুনায় জেলের জালে ধরা পড়লো ৬৩ কেজির বাঘাইর 

জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার যমুনা নদীতে বাদশা মিয়া নামের এক জেলের জালে ধরা পড়েছে ৬৩ কেজি ওজনের একটি বাঘাইর মাছ। সোমবার (৬ নভেম্বর) মাছটি উপজেলার সরদারপাড়া বাজারে ১২০০টাকা কেজি দরে ৭৫ হাজার ৬০০ টাকায় বিক্রি করেন তিনি। একক ক্রেতা পাওয়া না যাওয়ায় মাছটি কেটে বিক্রি করা হয় ।

জেলে বাদশা মিয়া বলেন, গতকাল রোববার রাতে যমুনা নদীতে ৬৩ কেজি ওজনের এই বাঘাইর মাছটি আমার জালে ধরা পড়ে। মাছটি অনেক বড় হওয়ায় একক ক্রেতা পাইনি। পরে কেটে বিক্রির সিদ্ধান্ত নেই। প্রতি কেজি ১২০০ টাকা দরে মাছটি বিক্রি করেছি। মাছটি বিক্রি করে মোট ৭৫ হাজার ৬০০ টাকা পেয়েছি। 

আরো পড়ুন:

মাছ কিনতে আসা আবদুল্লাহ আল মামুন বলেন, দীর্ঘদিন পর সরদারপাড়া বাজারে এতো বড় মাছ উঠেছে। এমন মাছ এখানকার বাজারে দেখা যায় না। মাছটি অনেক বড় হওয়ায় সেটি কেটে কেজি দরে বিক্রি করা হয়েছে। আমিও ১২০০ টাকা দিয়ে এক কেজি কিনেছি। নদীর মাছ খেতে অনেক সুস্বাদু হয় বলেই কিনেছি।

সেলিম/মাসুদ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়