খুলনায় জুট মিল গোডাউনের আগুন নিয়ন্ত্রণে
নিজস্ব প্রতিবেদক, খুলনা || রাইজিংবিডি.কম
খুলনার রূপসা উপজেলার রাজাপুর গ্রামের ভৈরব নদীর তীরে অবস্থিত পপুলার জুট মিলের গোডাউনে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে।
শুক্রবার (১০ নভেম্বর) রাত সাড়ে ৭টার দিকে আড়াই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে বলে জানিয়েছেন খুলনা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক মো. ফারুক হোসেন। এর আগে, একই দিন বিকেল ৫টার দিকে ওই গোডাউনটিতে আগুন লাগে।
খুলনা ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক মো. ফারুক হোসেন সিকদার বলেন, বিকেল সাড়ে ৫টার দিকে আগুন লাগার খবর আসে। এরপর ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনার কাজ শুরু করে। রাত সাড়ে ৭টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।
খুলনা বিভাগীয় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের উপ-পরিচালক মামুন মাহমুদ বলেন, বর্তমানে আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে। আগুন লাগার কারণ এবং ক্ষতির পরিমাণ নিরুপন করা সম্ভব হয়নি। তদন্ত সাপেক্ষে পরবর্তীতে এ বিষয়টি জানানো হবে।
নূরুজ্জামান/মাসুদ