ঢাকা     সোমবার   ২২ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৮ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

সাগরে মাছ ধরতে গিয়ে ট্রলারসহ নিখোঁজ ৬ জেলে

কক্সবাজার প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:৫২, ১০ নভেম্বর ২০২৩   আপডেট: ২৩:০৬, ১০ নভেম্বর ২০২৩
সাগরে মাছ ধরতে গিয়ে ট্রলারসহ নিখোঁজ ৬ জেলে

কক্সবাজারের টেকনাফ বাহারছড়া ইউনিয়ন থেকে বঙ্গোপসাগরে মাছ ধরতে গিয়ে ট্রলারসহ ৬ জেলে নিখোঁজ হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। গত ৩ নভেম্বর তারা রসদ নিয়ে ৫ দিনের জন্য সাগরে যান। কিন্তু শুক্রবার (১০ নভেম্বর) পর্যন্ত সাত দিন পার হয়ে গেলেও তাদের কোনো সন্ধান মেলেনি। নিখোঁজ এসব জেলেদের পরিবার এখন দুশ্চিন্তার মধ্যে রয়েছেন।

নিখোঁজ জেলেরা হলেন- নাসির আহমদের ছেলে হাবিব উল্লাহ (৪০), আবদুস সালামের ছেলে সলিম উল্লাহ (৩৮), সৈয়দ উল্লাহর ছেলে হামিদুর রহমান (২৮), সুলতান আহমদের ছেলে মো. সোহেল (২৭), আমির হোসেনের ছেলে আলী হোসেন (৩২) ও সৈয়দ আলম (৩০)। এদের পাঁচ জনের বাড়ি বাহারছড়া ইউনিয়নের শামলাপুর পুরানপাড়ায়। একজনের বাড়ি শিলখালী গ্রামে।

আরো পড়ুন:

নিখোঁজ সলিম উল্লাহর ছোট ভাই হামিদ উল্লাহ বলেন, ‘স্থানীয় আবু সিদ্দিকের ছেলে হেলাল উদ্দিনের ট্রলার নিয়ে গেল ৩ নভেম্বর সাগরে মাছ ধরতে যায় ৬ জেলে। স্বাভাবিকভাকে বেশি মাছ পাওয়ার আশায় তারা ৪ থেকে ৫ দিনের রসদ নিয়ে যায়। কিন্তু ৭দিন হয়ে গেলেও তাদের সন্ধান মেলেনি। প্রত্যেকের মোবাইল বন্ধ রয়েছে। সাগরে তাদের ট্রলারের মেশিন নষ্ট হয়েছে, এমন তথ্য জানিয়েছে ফিরে আসা শামলাপুর ঘাটের একটি ট্রলারের লোকজন।’ 

তিনি আরও বলেন, ‘সবাই গরিব মানুষ। দিন এনে দিনে খায়। পরিবার তাদের নিয়ে অনেক দুঃশ্চিন্তায় রয়েছে। নিখোঁজের বিষয়টি স্থানীয় ইউপি চেয়ারম্যান ও প্রশাসনকে অবগত করা হয়েছে।’

ট্রলার মালিক মো. হেলাল উদ্দিন বলেন, ‘আমার মালিকানাধীন নৌকার ৬ জেলে নিখোঁজের ঘটনায় টেকনাফ থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে। তারা সবাই খেটে খাওয়া মানুষ। তাদের পরিবারের সদস্যরা দুঃশ্চিন্তায় রয়েছে।  আল্লাহ যেন তাদের অক্ষত অবস্থায় ফিরিয়ে আনে এই মুহূর্তে সেই দোয়াই করছি।’

তারেকুর/মাসুদ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়