ঢাকা     সোমবার   ০৬ মে ২০২৪ ||  বৈশাখ ২৩ ১৪৩১

পুলিশ হত্যা ও সাংবাদিক নির্যাতনের প্রতিবাদে গাইবান্ধায় বিক্ষোভ 

গাইবান্ধা সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:২২, ১১ নভেম্বর ২০২৩  
পুলিশ হত্যা ও সাংবাদিক নির্যাতনের প্রতিবাদে গাইবান্ধায় বিক্ষোভ 

পুলিশ হত্যা ও সাংবাদিক নিযার্তনের বিচারের দাবিতে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছে জাতীয় যুব জোট গাইবান্ধা জেলা শাখা।

শনিবার (১১ নভেম্বর)  দুপুরে জাতীয় সমাজতান্ত্রীক দল জাসদ-এর গাইবান্ধা জেলা কার্যালয়ের সামনে এই সমাবেশ অনুষ্ঠিত হয়। পরে একটি মিছিল শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জাসদ কার্যালয়ের সামনে এসে শেষ হয়।

জেলা যুবজোট সভাপতি সুজন প্রসাদের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন, জাসদ গাইবান্ধা জেলা শাখার সভাপতি গোলাম ফারুক মনা, সাধারণ সম্পাদক জিয়াউল হক জনি, ইকবাল কবির অপু, আনোয়ার পারভেজ ও মিজানুর রহমান সিদ্দিক প্রমুখ।

নেতারা বলেন, বিএনপি-জামায়াতের ধ্বংসাত্মক কর্মসূচির কারণে একজন পুলিশ নিহত হয়েছেন। এছাড়া, নির্বিচারে সাংবাদিকদের নির্যাতন করা হয়েছে। তাদের অবরোধের আসল উদ্দেশ্য নির্বাচন বানচাল করা। যারা পুলিশ হত্যা করে ও সাংবাদিক নির্যাতন করে তারা মাধ্যমে কখনোই দেশের মঙ্গল হতে পারে না। অতীতেও তাদের এমন ধ্বংসাত্মক কর্মকাণ্ডের বলি হয়েছে সাধারণ মানুষ। এসমস্ত ঘটনায় জড়িতদের দ্রুত খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান বক্তারা। 

মাসুম/মাসুদ

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ