ঢাকা     সোমবার   ২২ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৮ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

ফরিদপুরের ডেঙ্গুতে দুই মৃত্যু

ফরিদপুর সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:৪৩, ১২ নভেম্বর ২০২৩  
ফরিদপুরের ডেঙ্গুতে দুই মৃত্যু

ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ডেঙ্গু আক্রন্ত আরও দুজনের মৃত্যু হয়েছে। এছাড়া, গত ২৪ ঘণ্টায় জেলার বিভিন্ন হাসপাতালে মশাবাহিত রোগটিতে আক্রান্ত হয়ে ভর্তি হয়েছেন ২০১ জন। বর্তমানে বিভিন্ন হাসপাতালে ৪৬১ জন চিকিৎসাধীন রয়েছেন।

রোববার (১২ নভেম্বর) সকাল ১১টার দিকে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন ফরিদপুরের সিভিল সার্জন ডা. মো. ছিদ্দীকুর রহমান।

আরো পড়ুন:

মারা যাওয়ারা হলেন- ফরিদপুরের নগরকান্দা উপজেলার মতি মোল্লা (৫৫) ও রাজবাড়ী গোলন্দ উপজেলার মুন্নাফ (৭০)।

সিভিল সার্জন ডা. ছিদ্দীকুর রহমান জানান, এখন পর্যন্ত জেলায় ডেঙ্গু রোগীর সংখ্যা ২২ হাজার ৮৯২ জন। এর মধ্যে ২২ হাজার ৩০৩ জন সুস্থ্য হয়ে বাড়ি ফিরেছেন। এখন পর্যন্ত জেলায় ডেঙ্গুতে মারা গেছেন ১২৮ জন।

তামিম/মাসুদ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়