ঢাকা     সোমবার   ২২ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৭ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

বেনাপোলে ১২ স্বর্ণের বারসহ ৩ পাচারকারী আটক

নিজস্ব প্রতিবেদক, যশোর || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:১৬, ১২ নভেম্বর ২০২৩  
বেনাপোলে ১২ স্বর্ণের বারসহ ৩ পাচারকারী আটক

যশোরের বেনাপোলের দৌলতপুর সীমান্ত থেকে দিয়ে ভারতে পাচারের সময় ১২টি স্বর্ণের বারসহ ৩ পাচারকারীকে আটক করেছে বিজিবি। জব্দকৃত স্বর্ণের ওজন ১ কেজি ৩৯৯ গ্রাম।

গতকাল শনিবার (১১ নভেম্বর) দিবাগত রাত ৩টার দিকে বারোপুতা কৃষ্ণপুর নামক স্থানে অভিযান চালিয়ে স্বর্ণের চালানটি জব্দ করা হয়। 

আরো পড়ুন:

আটককৃতরা হলেন- আজমীর, জালাল ও নুরুজ্জামান। এদের সবার বাড়ি বেনাপোল পোর্ট থানার পুটখালী গ্রামে।

২১ বিজিবি ব্যাটেলিয়ানের অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ খুরশীদ আনোয়ার জানান, গোপন তথ্যের ভিত্তিতে দৌলতপুর বিওপি’র বিজিবির একটি টহল দল মেইন পিলার ১৭/৭ এস এর ১৭০ আর পিলার থেকে আনুমানিক ৭.৬ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে কৃষ্ণপুর নামক স্থানে অবস্থান নেয়। এসময় দৌলতপুর অভিমুখে  মোটরসাইকেল আসতে দেখে টহল দলটি। টহল দলকে দেখতে পেয়ে মোটরসাইকেল আরোহীরা পালিয়ে যাওয়ার চেষ্টা করে। পরে তাদেরকে ধাওয়া করে আটক করা হয়।  তল্লাশি করা হলে একজনের শরীরে টেপ দিয়ে পেঁচানো অবস্থায় ১ কেজি ৩৯৯ গ্রাম ওজনের ১২ পিস স্বর্ণের বার উদ্ধার করা হয়।

তিনি আরও জানান, জব্দকৃত স্বর্ণের আনুমানিক বাজার মূল্য ১ কোটি ২৫ লাখ ৯৮ হাজার টাকা। স্বর্ণের বারগুলো ট্রেজারি অফিসে এবং আসামি ও জব্দকৃত মোটরসাইকেল থানায় হস্থান্তর করা হবে।

রিটন/মাসুদ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়