ঢাকা     সোমবার   ২২ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৮ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

জামালপুরে সড়ক দুর্ঘটনায় সংবাদকর্মীর মৃত্যু 

জামালপুর সংবাদদাতা  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:২০, ১৩ নভেম্বর ২০২৩   আপডেট: ১৫:২২, ১৩ নভেম্বর ২০২৩
জামালপুরে সড়ক দুর্ঘটনায় সংবাদকর্মীর মৃত্যু 

জামালপুরের সরিষাবাড়িতে মোটরসাইকেলের ধাক্কায় গোলাম মোস্তফা বাবুল (৬২) নামে একজন সংবাদকর্মী মারা গেছেন।

রোববার (১২ নভেম্বর) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে তিনি মারা যান।

গত শনিবার (৪ নভেম্বর) বিকাল ৪ টার দিকে সরিষাবাড়ি উপজেলা শহরের স্টেশন রোড এলাকায় সড়ক দুর্ঘটনায় তিনি আহত হন। পরে তাকে উদ্ধার করে উন্নত চিকিৎসার জন্য ঢাকার ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয়।

নিহত মোস্তফা বাবুল বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) এর জামালপুর প্রতিনিধি ছিলেন। এর আগে তিনি দৈনিক জনকণ্ঠ ও কালের কণ্ঠ পত্রিকায় জেলা প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করেছেন। 

স্থানীয় সূত্রে জানা যায়, মোস্তফা বাবুল একটি ব্যাটারিচালিত অটোরিকশায় করে উপজেলার চাপারকোনা এলাকায় যাচ্ছিলেন। এ সময় পেছন থেকে একটি মোটরসাইকেল এসে অটোরিকশায় ধাক্কা দিলে মাথায় প্রচণ্ড আঘাত পান তিনি। পরে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখান থেকে জামালপুর শহরের ডায়াবেটিকস জেনারেল হাসপাতালে নেওয়ার পর ঢাকার ইউনাইটেড হাসপাতালে রেফার্ড করা হয়। এরপর ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় রোরবার দিবাগত রাত সাড়ে ১২টায় মারা যান তিনি।

সাংবাদিক মোস্তফা বাবুলের মৃত্যুতে বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব মির্জা আজম এমপি, জেলা আওয়ামী লীগের সভাপতি বাকি বিল্লাহ, সহ-সভাপতি আলহাজ্ব ফারুক আহাম্মেদ চৌধুরী, সাধারণ সম্পাদক বিজন কুমার চন্দ, জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শাহ্ মো. ওয়ারেছ আলী মামুনসহ  বিভিন্ন রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ, সামাজিক সংগঠন ও জামালপুরের কর্মরত সর্বস্তরের সাংবাদিকরা সমবেদনা জানিয়েছেন।

সেলিম/টিপু

সর্বশেষ

পাঠকপ্রিয়