ঢাকা     সোমবার   ২২ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৮ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

সিলেটে লেগুনায় আগুন দিয়েছে দুর্বৃত্তরা

সিলেট প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:৫৭, ১৫ নভেম্বর ২০২৩  
সিলেটে লেগুনায় আগুন দিয়েছে দুর্বৃত্তরা

সিলেট—তামাবিল মহাসড়কে একটি লেগুনাতে আগুন ধরিয়ে দিয়েছে দুর্বৃত্তরা। অগ্নিকাণ্ডের ঘটনায় লেগুনাটি পুরোপুরি ভস্মীভূত হয়ে গেছে।

বুধবার (১৫ নভেম্বর) রাত সাড়ে ৮টার দিকে সিলেট নগরীর শাহপরান থানাধীন দাসপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সিলেট—তামাবিল মহাসড়কের পীরের বাজার এলাকা থেকে একটি লেগুনা যাত্রী নিয়ে সিলেট নগরীর দিকে আসছিল। খাদিমের দাসপাড়া এলাকায় আসামাত্র বেশ কয়েকটি মোটরসাইকেলে অজ্ঞাত পরিচয়ের দুর্বৃত্তরা গাড়ির প্রতিরোধ করে। এসময় যাত্রী ও চালককে গাড়ি থেকে নামিয়ে পেট্রোল ঢেলে লেগুনাটিতে আগুন ধরিয়ে দিয়ে তারা সটকে পড়ে।

সিলেট মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার আজবাহার আলী শেখ বলেন, রাত সাড়ে ৮টার দিকে দুর্বৃত্তের দেওয়া আগুনে শাহপরান থানাধীন দাসপাড়া এলাকায় একটি লেগুনা পুড়ে গেছে। এ ঘটনায় আমাদের অনুসন্ধান চলছে।

নুর/এনএইচ

সর্বশেষ

পাঠকপ্রিয়