ঢাকা     সোমবার   ২২ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৮ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

তফসিল ঘোষণার প্রতিবাদে ইসলামী আন্দোলনের বিক্ষোভ 

গাইবান্ধা সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:৫০, ১৬ নভেম্বর ২০২৩  
তফসিল ঘোষণার প্রতিবাদে ইসলামী আন্দোলনের বিক্ষোভ 

গাইবান্ধায় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে ইসলামী আন্দোলনের নেতাকর্মীরা। বৃহস্পতিবার (১৬ নভেম্বর) দুপুরে শহরের ডিবি রোডে এ বিক্ষোভ মিছিল বের করা হয়।

ইসলামী আন্দোলনের গাইবান্ধা জেলা শাখার সহ-সভাপতি আমিনুল ইসলাম বুলবুল ও সাধারণ সম্পাদক আলামিন হোসাইনের নেতৃত্বে সংগঠনটির প্রায় দুই শতাধিক নেতাকর্মী বিক্ষোভ মিছিলে অংশ নেন। এসময় তারা সরকারবিরোধী নানা স্লোগান দেন। পরে মিছিলটি শহরের ১ নং ট্রাফিক মোড়ে এসে সমবেত হয়।
বক্তারা বলেন, নির্বাচন কমিশন একতরফাভাবে তফসিল ঘোষণা করে তা বাস্তবায়ন করতে চাইছে। আমরা এই তফসিল মানিনা।

আরো পড়ুন:

বক্তারা আরও বলেন, এই ব্যর্থ কমিশনের মাধ্যমে নির্বাচন দিয়ে আবারও ক্ষমতায় যেতে চাইছে সরকার। কিন্তু ইসলামী আন্দোলন এটা হতে দেবে না। বর্তমান নির্বাচন কমিশন দিয়ে কখনো সুষ্ঠু নির্বাচন আশা করা যায় না। 

এ সময় তারা সরকারের পদত্যাগ দাবি করে ঘোষিত তফসিলকে প্রত্যাখ্যান করেন। তফসিল বাতিল করা না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারিও দেন তারা।
এর আগে বুধবার (১৫ নভেম্বর) সন্ধ্যায় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার জন্য বর্তমান নির্বাচন কমিশনের ২৬তম সভা অনুষ্ঠিত হয়। এই সভায় তফসিল চূড়ান্ত করা হয়। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল।

ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ৭ জানুয়ারি (রোববার) জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। প্রার্থীদের মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ৩০ নভেম্বর। মনোনয়নপত্র বাছাই হবে আগামী ১ থেকে ৪ ডিসেম্বর। রিটার্নিং অফিসারের আদেশের বিরুদ্ধে কমিশনে আপিল দায়ের ও নিষ্পত্তি হবে ৬ থেকে ১৫ ডিসেম্বর। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ১৭ ডিসেম্বর। প্রতীক বরাদ্দ ১৮ ডিসেম্বর। নির্বাচনী প্রচারণা চলবে ১৮ ডিসেম্বর থেকে ৫ জানুয়ারি সকাল ৮টা পর্যন্ত।
 

মাসুম/ফয়সাল

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়