ঢাকা     সোমবার   ২২ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৭ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

ট্রলার থেকে পড়ে পদ্মায় শ্রমিক নিখোঁজ

মানিকগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:৩৭, ১৯ নভেম্বর ২০২৩  
ট্রলার থেকে পড়ে পদ্মায় শ্রমিক নিখোঁজ

পদ্মায় নিখোঁজ শ্রমিক রবিউল

মানিকগঞ্জের হরিরামপুরে ট্রলার থেকে পদ্মা নদীতে পড়ে রবিউল (১৮) নামের এক শ্রমিক নিখোঁজ হয়েছেন। রোববার (১৯ নভেম্বর) বিকেল সোয়া ৫টার দিকে উপজেলার আন্ধারমানিক ট্রলার ঘাট সংলগ্ন পদ্মা নদীতে ঘটনাটি ঘটে। 

নিখোঁজ রবিউল সিরাজগঞ্জ জেলার শাহাজাদপুর উপজেলার চরকইজুরি গ্রামের আনোয়ারের ছেলে ।

আরো পড়ুন:

হরিরামপুর থানার ভারপ্রাপ্ত (ওসি) সুমন কুমার আদিত্য বলেন, শরিয়তপুর বাবুরচর এলাকায় নদী ভাঙনরোধে জিও ব্যাগ ফেলার কাজ শেষে ট্রলারে করে সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর, চৌহলী ও এনায়েতপুরে ফিরছিলেন ২০-২৫ জন শ্রমিক। বিকেল সোয়া ৫টার দিকে উপজেলার আন্ধারমানিক ট্রলার ঘাট সংলগ্ন পদ্মা নদীতে পড়ে নিখোঁজ হন রবিউল। তিনি ট্রলারের পেছনে (প্রশ্রাব করতে) গেলে নদীতে পড়ে যান। রবিউল মৃগী রোগী ছিলেন বলে ট্রলারে থাকা তার এক আত্মীয় জানিয়েছেন।

তিনি আরও বলেন, সন্ধ্যা থেকে ঘটনাস্থলে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শাহরিয়ার রহমান, হরিরামপুর থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের উদ্ধার কর্মীরা রয়েছেন। এ উপজেলায় ডুবুরির দল না থাকায় শিবালয় উপজেলার সঙ্গে যোগাযোগ করা হয়েছে। এ বিষয়ে আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন। 

চন্দন/মাসুদ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়