ঢাকা     সোমবার   ২২ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৮ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

চুনারুঘাটে মা-মেয়ে ধর্ষণ: ২ যুবকের যাবজ্জীবন

হবিগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:২২, ২১ নভেম্বর ২০২৩  
চুনারুঘাটে মা-মেয়ে ধর্ষণ: ২ যুবকের যাবজ্জীবন

হবিগঞ্জের চুনারুঘাটে মা-মেয়েকে দলবদ্ধ ধর্ষণের দায়ে দুই যুবককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে তাদের এক লাখ টাকা জরিমানা করা হয়।

সাজার আদেশপ্রাপ্তরা হলেন- জেলার চুনারুঘাট উপজেলার ধরাছড়া গ্রামের সফিক মিয়ার ছেলে শাকিল আহমেদ (২২) ও হুছন আলীর ছেলে সালাউদ্দিন (২০)। রায় ঘোষণার সময় আসামিরা আদালতে উপস্থিত ছিলেন না। 

মঙ্গলবার (২১ নভেম্বর) দুপুরে হবিগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২ এর বিচারক মোহাম্মদ জাহিদুল হক এ রায় ঘোষণা করেন। বিকেলে এ তথ্য নিশ্চিত করেন ওই ট্রাইব্যুনালের পেশকার জিয়াউর রহমান।

আদালত সূত্রে জানা গেছে, ২০২০ সালের ২ অক্টোবর শাকিল ও সালাউদ্দিন গ্রামের একটি ঘরে প্রবেশ করে মা ও মেয়েকে ধর্ষণ করে। পরে ৪ অক্টোবর ধর্ষণের শিকার মেয়েটি ৩ জনের নাম উল্লেখ করে চুনারুঘাট থানায় মামলা করেন।
থানার তৎকালীন ইন্সপেক্টর (তদন্ত) চম্পক ধাম ২০২১ সালে আদালতে চার্জশিট দেন। পরের বছরের ৩১ মে পুনরায় সম্পূরক চার্জশিট দেন থানার আরেক তৎকালীন ইন্সপেক্টর (তদন্ত) গোলাম মোস্তফা।

রাষ্ট্রপক্ষের আইনজীবী ছিলেন স্পেশাল পিপি আবুল মনসুর।
 

মামুন/বকুল

সর্বশেষ

পাঠকপ্রিয়