ঢাকা     সোমবার   ২২ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৮ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

আতরের ঘ্রাণে ৫ ছাত্রী হাসপাতালে

রংপুর প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:৩৮, ২৩ নভেম্বর ২০২৩  
আতরের ঘ্রাণে ৫ ছাত্রী হাসপাতালে

রংপুর পুলিশ লাইন স্কুল অ্যান্ড কলেজের ষষ্ঠ শ্রেণির পরীক্ষা চলাকালে সুগন্ধির (আতর) ঘ্রাণে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন পাঁচ ছাত্রী। এরমধ্যে একজনের অবস্থা গুরুতর। তাকে আইসিইউতে স্থানান্তর করা হয়েছে।

বৃহস্পতিবার (২৩ নভেম্বর) দুপুরে ঘটনাটি ঘটে বলে নিশ্চিত করেছেন রংপুর পুলিশ লাইন স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ অধ্যাপক ড. জালাল উদ্দিন আকবর।

আরো পড়ুন:

অধ্যাপক জালাল উদ্দিন আকবর বলেন, ষষ্ঠ শ্রেণির ব্যবহারিক পরীক্ষা চলাকালে এক ছাত্র তার বন্ধুকে আতর জাতীয় এক ধরনের সুগন্ধি দেয়। এর ঘ্রাণ শুঁকে ওই ছাত্র অসুস্থ না হলেও পাঁচ ছাত্রী অসুস্থ হয়ে পড়ে। পরে চিকিৎসকের পরামর্শে তাদের রংপুরের একটি বেসরকারি মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

চিকিৎসকের বরাত দিয়ে তিনি আরও বলেন, সবাই শঙ্কামুক্ত। তবে একজনের আগে থেকে শ্বাসকষ্টজনিত সমস্যা ছিল। সে বেশি অসুস্থ হয়ে পড়ায় তাকে আইসিইউতে নেওয়া হয়েছে। আমরা সার্বক্ষণিক বিষয়টি মনিটরিং করছি।

আমিরুল/মাসুদ

সর্বশেষ

পাঠকপ্রিয়