ঢাকা     সোমবার   ২২ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৭ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

রাজনীতিতে ক্যারিয়ার শুরু সাকিব আল হাসানের 

মাগুরা প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:৫৩, ২৬ নভেম্বর ২০২৩  
রাজনীতিতে ক্যারিয়ার শুরু সাকিব আল হাসানের 

সাকিব আল হাসান

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক সাকিব আল হাসান রাজনীতিতে নামতে পারেন-এমন গুঞ্জন চলছিল অনেকদিন ধরেই। এবার সেই গুঞ্জন সত্যি হলো। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মাগুরা-১ (মাগুরা সদর-শ্রীপুর) আসনে আওয়ামী লীগের মনোনয়ন পেয়ে রাজনীতিতে ক্যারিয়ার শুরু করলেন বিশ্বসেরা এই অলরাউন্ডার।  

রোববার (২৬ নভেম্বর) বিকেলে রাজধানী ঢাকার বঙ্গবন্ধু অ্যাভিনিউতে দলের কেন্দ্রীয় কার্যালয় থেকে জাতীয় সংসদ নির্বাচনে দলীয় মনোনয়নপ্রাপ্তদের তালিকা প্রকাশ করা হয়। এতে মাগুরা-১ আসনের প্রার্থী হিসেবে সাকিব আল হাসানের নাম ঘোষণা করেন বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। 

আরো পড়ুন:

মাগুরা-১ আসনের বর্তমান সংসদ সদস্য হলেন সাইফুজ্জামান শিখর। তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সহকারী একান্ত সচিব (এপিএস) ছিলেন। তার বাবা মাগুরা-২ আসন থেকে চারবারের সংসদ সদস্য ছিলেন।

সাকিব আল হাসান মাগুরা-১, মাগুরা-২ ও ঢাকা-১০ আসনের জন্য আওয়ামী লীগের মনোনয়ন ফরম কিনেছিলেন।

শাহীন/মাসুদ

সর্বশেষ

পাঠকপ্রিয়