ঢাকা     সোমবার   ২২ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৮ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

জনগণের জানমালের নিরাপত্তায় সচেতন থাকবো: আইনমন্ত্রী

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:২৪, ২৯ নভেম্বর ২০২৩  
জনগণের জানমালের নিরাপত্তায় সচেতন থাকবো: আইনমন্ত্রী

আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক বলেছেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ একটি গণতান্ত্রিক দেশ হিসেবে পরিচিত। এই দেশে ভিন্ন অনেক মতের লোকেরা কথা বলতে পারেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারের কাছে জনগণ তাদের জান ও মাল রক্ষার দায়িত্ব দিয়েছেন। এদেশের শান্তি রক্ষার দায়িত্ব দিয়েছেন। আমরা এই বিষয়ে সচেতন থাকবো।’ 

বুধবার (২৯ নভেম্বর) বিকেলে ব্রাহ্মণবাড়িয়ার কসবা মহিলা ডিগ্রি কলেজ হল রুমে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে কসবা উপজেলা আওয়ামী লীগ আয়োজিত বর্ধিত সভায় তিনি এসব কথা বলেন।

আরো পড়ুন:

নির্বাচন পেছানোর সুযোগ আছে কিনা সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে আইনমন্ত্রী বলেন, এটা নির্বাচন কমিশন বলতে পারবে।

সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- কাসবা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান রাশেদুল কাওসার ভূইয়া জীবন, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ও কসবা পৌর মেয়র এমজি হাক্কানী, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি কাজী  আজহারুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম সোহাগ, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান আবদুল আজিজ প্রমুখ।

মাইনুদ্দিন/মাসুদ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়