প্রেমিকের সঙ্গে দেখা করতে গিয়ে ধর্ষণের শিকার, গ্রেপ্তার ২
নোয়াখালী প্রতিনিধি || রাইজিংবিডি.কম
নোয়াখালীর কোম্পানীগঞ্জে মুঠোফোনে ডেকে নিয়ে এক তরুণী গণধর্ষণের অভিযোগে দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত ৩টার দিকে আসামিদের গ্রেপ্তার করা হয়। এদিকে, ওই ঘটনায় শুক্রবার (১ ডিসেম্বর) নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেছেন ভুক্তভোগী।
গ্রেপ্তারকৃতরা হলেন- উপজেলার চরকাঁকড়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের কামাল উদ্দিনের ছেলে মোশারফ হোসেন সোহাগ (২৫) ও সুবর্ণচর উপজেলার চর আলাউদ্দিনের শাহাব উদ্দিনের ছেলে আলাউদ্দিন সুমন (২২)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, একটি পোল্ট্রি খামারের শ্রমিক সুমনের সঙ্গে ভুক্তভোগীর প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। গতকাল রাত ১১টার দিকে প্রেমিক সুমন মুঠোফোনে কল করে ভিকটিমকে পোল্ট্রি খামারে দেখা করতে বলেন। ভিকটিম সেখানে গেলে সুমন তাকে ধর্ষণ করেন। তখন খামারের অপর শ্রমিক সোহাগ দুই জনকে আপত্তিকর অবস্থায় দেখে ফেলেন। এরপর সোহাগ সবাইকে ঘটনাটি জানিয়ে দেওয়ার হুমকি দিয়ে তরুণীকে ধর্ষণ করেন।
কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রণব চৌধুরী বলেন, খবর পেয়ে পুলিশ বৃহস্পতিবার দিবাগত রাত ৩টার দিকে অভিযান চালিয়ে দুই আসামিকে গ্রেপ্তার করে। এ ঘটনায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে গণধর্ষণ মামলা হয়েছে। আসামিদের নোয়াখালী চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়েছে।
সুজন/মাসুদ