ঢাকা     শুক্রবার   ০৫ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

নোয়াখালীতে ভূমিকম্প: ভয় পেয়েছেন স্থানীয়রা 

নোয়াখালী প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:১৮, ২ ডিসেম্বর ২০২৩  
নোয়াখালীতে ভূমিকম্প: ভয় পেয়েছেন স্থানীয়রা 

সারা দেশের মতো শনিবার (২ ডিসেম্বর) সকাল ৯.৩৫ মিনিটে ভূমিকম্পে কেঁপে উঠে নোয়াখালী শহর। এতে ভয় পেয়ে অনেকে বাড়ি ছেড়ে রাস্তায় নেমে আসে। আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে কোথাও ক্ষয়ক্ষতি বা দুর্ঘটনা ঘটেনি।

মোজাম্মেল হোসেন নামে স্থানীয় বাসিন্দা বলেন, ‘টেবিলে বসে সকালের নাস্তা করছিলাম, হঠাৎ পুরো বাসা, দরজা-জানালা কেঁপে উঠলো। প্রথমে বুঝতে পারিনি। পরে অনুমান করতে পারলাম ভূমিকম্প। মাত্র কয়েক সেকেন্ড স্থায়িত্ব ছিল। তবে ভয় পেয়েছিলাম।’ 

ইকবাল হোসেন নামে মাইজদী হাউজিং এস্টেটের বাসিন্দা বলেন, ‘পরিবারের সদস্যদের সঙ্গে বসে কথা বলছিলাম। এমন সময় পুরো বাসা থরথর করে কেঁপে উঠল। পুরো বাসার আসবাবপত্র, টেবিল, চেয়ারসহ সবকিছু কাঁপছে। বুঝলাম ভূমিকম্প হচ্ছে। কয়েক সেকেন্ড পর স্বাভাবিক হয়ে গেল।’

লিটন নামের আরেকজন বলেন, ‘সকালে দোকান খুলছিলাম। এমন সময় মনে হলো পেছন থেকে কেউ ধাক্কাচ্ছে। মুহুর্তে অনুভব করলাম দোকান যে ভবনে, সেই ভবন নড়ছে। মাত্র কয়েক সেকেন্ড ভয় দেখিয়ে শেষ হয়ে গেল ভূমিকম্প। তবে ভবনের ক্ষতি হয়নি।’

তানজিদা নামে একজন গৃহিণী বলেন, ‘রান্নাঘরে কাজ করছিলাম। হঠাৎ দেখলাম সব কিছু নড়ছে। প্রথমে বুঝতে পারিনি। স্বামীর চিৎকারে বুঝলাম ভূমিকম্প হচ্ছে। কয়েক সেকেন্ড পরে থেমে গেল। পরীক্ষা শেষ হওয়ায় সন্তানরা ঘুমাচ্ছে। আল্লাহর কাছে শুকরিয়া বড় দুর্ঘটনা ঘটেনি।’

নোয়াখালী জেলা প্রশাসক দেওয়ান মাহবুবুর রহমান বলেন, ভূমিকম্পে জেলার কোথাও ক্ষয়ক্ষতি হয়নি। সব কিছু স্বাভাবিক আছে।

ভূমিকম্পের উৎপত্তিস্থল লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলা বলে জানিয়েছেন আবহাওয়া অফিসের দায়িত্বরত কর্মকর্তা রবিউল হক। তিনি বলেছেন, রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৫ দশমিক ৬।
 

সুজন/বকুল

সর্বশেষ

পাঠকপ্রিয়