ঢাকা     সোমবার   ২২ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৮ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

হাঁস ধান খাওয়ায় নারীকে হত্যা, স্বামী-স্ত্রী গ্রেপ্তার

নোয়াখালী প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:৫০, ৩ ডিসেম্বর ২০২৩   আপডেট: ১২:২৮, ৩ ডিসেম্বর ২০২৩
হাঁস ধান খাওয়ায় নারীকে হত্যা, স্বামী-স্ত্রী গ্রেপ্তার

নোয়াখালীর কবিরহাটে হাঁসে ধান খাওয়াকে কেন্দ্র করে আলেয়া বেগম (৫০) নামের এক নারীকে হত্যার ঘটনায় দুই আসামিকে গ্রেপ্তার করেছে র‍্যাব। শনিবার (২ ডিসেম্বর) নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানার শিমরাইল এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন- উপজেলার ধানসিঁড়ি ইউনিয়নের উত্তর জগদানন্দ গ্রামের মৃত গাউছুল আলমের ছেলে আবু তাহের (৪৮) ও তার স্ত্রী রেজিয়া বেগম (৪০)। নিহত আলেয়া বেগম একই গ্রামের মো. সোলেমানের স্ত্রী।

নোয়াখালী পুলিশ সুপার শহিদুল ইসলাম এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, গত বুধবার সকালে আলেয়া বেগমের সঙ্গে প্রতিবেশী রেজিয়া ও তার পরিবারের সদস্যদের সঙ্গে হাঁসে ধান খাওয়াকে কেন্দ্র করে বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে রেজিয়া বেগমের হাতে থাকা লাঠি দিয়ে আলেয়া বেগমকে মাথায় আঘাত করলে সে গুরুতর আহত হয়।

স্থানীয়রা তাকে উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান। ঘটনার পরপরই আসামিরা পালিয়ে যান। এ ঘটনায় নিহতের মেয়ে সুলতানা আক্তার বিউটি বাদী হয়ে কবিরহাট থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন।

সুজন/কেআই

সর্বশেষ

পাঠকপ্রিয়