ঢাকা     শুক্রবার   ১৩ ডিসেম্বর ২০২৪ ||  অগ্রহায়ণ ২৮ ১৪৩১

কুমিল্লায় ছাত্র-শ্রমিক সংঘর্ষে আহত ১৬

কুমিল্লা প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:৫০, ৪ ডিসেম্বর ২০২৩   আপডেট: ২১:৫০, ৪ ডিসেম্বর ২০২৩
কুমিল্লায় ছাত্র-শ্রমিক সংঘর্ষে আহত ১৬

কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের শিক্ষার্থীদের সঙ্গে কুমিল্লার শাসনগাছা পরিবহন শ্রমিকদের সংঘর্ষে ১৬ জন আহত হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। সোমবার (৪ ডিসেম্বর) সন্ধ্যায় শাসনগাছা বাস টার্মিনাল এলাকায় ঘটনাটি ঘটে। আহতদের মধ্যে আশঙ্কাজনক অবস্থায় ৪ শিক্ষার্থীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

আহত শিক্ষার্থীরা হলেন- পরিসংখ্যান দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী শাকিল, রসায়ন তৃতীয় বর্ষের শিক্ষার্থী হাসান ও আরাফাত, বাংলা চতুর্থ বর্ষের হাবিব, অর্থনীতি প্রথম বর্ষের শিক্ষার্থী ইমরান, ইসলামের ইতিহাসের তৃতীয় বর্ষের শিক্ষার্থী, গণিত চতুর্থ বর্ষের শিক্ষার্থী রতন, রাষ্টবিজ্ঞানের চতুর্থ বর্ষের শিক্ষার্থী জামশেদ, ব্যবস্থাপনা দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী আরমান, অর্থনীতি চতুর্থ বর্ষের শিক্ষার্থী নিলয়, রাষ্টবিজ্ঞানের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী সাকিব ও রাষ্টবিজ্ঞানে মার্স্টাস শিক্ষার্থী সানি। 

আহত শিক্ষার্থী রতন বলেন, আমাদের তারা টার্গেট করে হামলা করেছে। আমার কাছে বাইক বিক্রির ১ লাখ ৬০ হাজার টাকা ছিল। হামলাকারীরা টাকা নিয়ে গেছে। আমাদের সহপাঠীদের পাঁচটির বেশি মোবাইল তারা নিয়ে গেছে। তারা আমাদের ওপর অতর্কিত হামলা করায় আমরা রাস্তায় পড়ে থাকি। পরে স্থানীয়রা আমাদের অটোরিকশায় উঠিয়ে দেয়। 

আরো পড়ুন:

কুমিল্লা জেলা সিভিল সার্জল ডা. নাছিমা আকতার বলেন, ভিক্টোরিয়া কলেজের ১১ শিক্ষার্থী কুমিল্লা জেনারেল হাসপাতালে চিকিৎসা নিয়েছে। এর মধ্যে চারজনকে ভর্তি করা হয়েছে। বাকিরা চিকিৎসা নিয়ে চলে গেছেন। 

একতা সার্ভিসের ব্যবস্থাপনা পরিচালক ইকবাল হোসেন বলেন, ছাত্ররা প্রথম হামলা করেছে। কলেজ শিক্ষার্থীদের হামলায় আমার বাস চালকের অবস্থা খারাপ। একজনকে চান্দিনা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে।

কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ উপাধ্যক্ষ মৃনাল কান্তি গোস্বামী বলেন, আমাদের ১৫ ছাত্রের অবস্থা আশঙ্কাজনক। তাদের হাসপাতালে ভর্তি করানো হয়েছে। একজনের মাথায় ১২টি সেলাই লেগেছে। কারো হাত কারো পা ভেঙেছে। আমাদের ছেলেরা রক্তাক্ত অবস্থায় হাসপাতালে এসেছে। 

কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) কামরান হোসেন বলেন, শাসনগাছায় একটি ঘটনা ঘটেছে শুনেছি। এঘটনায় অভিযোগ পাইনি। অভিযোগ পেলে ব্যবস্থা নেব।

রুবেল/মাসুদ

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়