ঢাকা     সোমবার   ২২ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৮ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

বিচারপতির গাড়িতে কম তেল দেওয়ায় ফিলিং স্টেশন সিলগালা

নোয়াখালী প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:১৭, ৬ ডিসেম্বর ২০২৩   আপডেট: ১৮:৩৩, ৬ ডিসেম্বর ২০২৩
বিচারপতির গাড়িতে কম তেল দেওয়ায় ফিলিং স্টেশন সিলগালা

নোয়াখালীর সোনাইমুড়িতে এক বিচারপতির গাড়িতে কম তেল দেওয়ায় একটি ফিলিং স্টেশনকে ৬০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। সেই সঙ্গে ফিলিং স্টেশনটি সিলগালা করে দেওয়া হয়েছে।

বুধবার (৬ ডিসেম্বর) জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট আহসান হাফিজের নেতৃত্বে সোনাইমুড়ি উপজেলার বজরা দীঘিরজান এলাকার আমিন সিএনজি ফিলিং স্টেশনে অভিযান চালানো হয়।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, হাইকোর্ট বিভাগের বিচারপতি রেজাউল হাসানের গাড়িতে টাকা নিয়েও কম তেল দেওয়া হয়। মঙ্গলবার নোয়াখালী জেলা প্রশাসককে অনিয়মের বিষয়টি খতিয়ে দেখার নির্দেশ দেওয়া হয়। বুধবার জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট অভিযানে গিয়ে অনিয়মের সত্যতা পান।

জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আহসান হাফিজ বলেন, বিএসটিআইয়ের নির্ধারিত পরিমাপকযন্ত্রে প্রতি ১০ লিটার অকটেনে ৪৮০ মিলিলিটার কম দেওয়ার প্রমাণ মিলে অমিন ফিলিং স্টেশনে। এছাড়া, ডিসপ্লে নষ্ট থাকায় নির্ধারিত দামের চেয়ে বেশি দামে তেল বিক্রি করছিল ফিলিং স্টেশনটি। অনিয়মের প্রমাণ পাওয়ায় অভিযুক্ত প্রতিষ্ঠানকে ৬০ হাজার টাকা জরিমানা করা হয়। পাশাপাশি আইন অনুযায়ী তাদের সাময়িক বন্ধ ঘোষণা করা হয়।

সুজন/কেআই

সর্বশেষ

পাঠকপ্রিয়