সিলেট মহানগর বিএনপির তিন নেতা গ্রেপ্তার
সিলেট প্রতিনিধি || রাইজিংবিডি.কম
সিলেট মহানগরের তিন বিএনপি নেতাকে মৌলভীবাজারের বড়লেখা থেকে আটক করেছে র্যাব। রোববার (১০ ডিসেম্বর) দুপুরে তাদের সিলেট মেট্রোপলিটন পুলিশের এয়ারপোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
এর আগে শনিবার (৯ ডিসেম্বর) রাত তিনটার দিকে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন— সিলেট মহানগরের ৫নং ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবদুল্লাহ শফি সাঈদ ওরফে ডুম সাহেদ, মহানগর যুবদলের আহ্বায়ক কমিটির সাবেক সদস্য কল্লোল জ্যোতি বিশ্বাস জয় এবং ১৫ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক রাসেল আহমদ।
সিলেট এয়ারপোর্ট থানার ওসি মাঈন উদ্দিন বলেন, আটককৃতদের মধ্যে একজন দ্রুত বিচার মামলার এজাহারভূক্ত আসামি, আর অপর দুইজনের নামেও মামলা আছে। আটককৃতদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
নূর/ফয়সাল