ঢাকা     রোববার   ০৩ নভেম্বর ২০২৪ ||  কার্তিক ১৯ ১৪৩১

কর্ণফুলী নদীতে সারবোঝাই জাহাজ ডুবি

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:১৮, ১১ ডিসেম্বর ২০২৩   আপডেট: ০৮:২৬, ১১ ডিসেম্বর ২০২৩
কর্ণফুলী নদীতে সারবোঝাই জাহাজ ডুবি

চট্টগ্রামের কর্ণফুলী নদীতে সারবোঝাই একটি জাহাজ ডুবে গেছে। এ ঘটনায় জাহাজের ১২ নাবিককে জীবিত উদ্ধার করা গেলেও একজন নিখোঁজ রয়েছেন।

রোববার (১০ ডিসেম্বর) রাত পৌনে ১০টার দিকে জাহাজ ডুবির ঘটনা ঘটে। চট্টগ্রামের কোস্টগার্ড পূর্ব জোনের মিডিয়া বিভাগ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

প্রত্যক্ষদর্শী ও কোস্টগার্ড সূত্রে জানা যায়, কর্ণফুলী নদীর সদরঘাটের কাছে একটি সারবোঝাই জাহাজের তলা ফুটো হয়ে ধীরে ধীরে ডুবে যেতে থাকে। খবর পেয়ে কোস্টগার্ড ও নিকটস্থ নৌযানের লোকজন এগিয়ে এসে ১২ নাবিককে উদ্ধার। তবে, জাহাজের একজন নাবিক নিখোঁজ রয়েছেন।

রেজাউল/কেআই


সর্বশেষ

পাঠকপ্রিয়