ঢাকা     মঙ্গলবার   ২৩ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৮ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

দুবাইয়ে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি যুবক নিহত

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:৫৭, ১১ ডিসেম্বর ২০২৩   আপডেট: ১৫:৫৯, ১১ ডিসেম্বর ২০২৩
দুবাইয়ে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি যুবক নিহত

শোয়েব আহমদ

দুবাইয়ে সড়ক দুর্ঘটনায় ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরের মো. শোয়েব আহমদ নামের এক যুবক নিহত হয়েছেন। রোববার (১১ ডিসেম্বর) বাংলাদেশ সময় বিকাল ৫টায় দুবাইয়ের ডিব্বা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। 

নিহত মো. শোয়েব আহমদ উপজেলার বিটঘর মধ্য পূর্বপাড়া মো. কুতুব মিয়ার বড় ছেলে। তার মরদেহ বর্তমানে দুবাইয়ের ডিব্বা হাসপাতালের মর্গে রয়েছে।

নিহতের বোনের স্বামী প্রবাসী জিয়াউল হক আজিজ মোবাইল ফোনে দুবাই থেকে বলেন, তিন মাস আগে জীবিকার তাগিদে শোয়েব দুবাই আসে। এক মাস ধরে মুদি দোকানের মালামাল ডেলিভারির কাজ করতেন। গত বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) মোটরসাইকেলে করে মাল ডেলিভারি দেওয়ার সময় পিছন থেকে একটি গাড়ি তাকে ধাক্কা দেয়। পরে আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে দুবাই ডিব্বা হাসপাতালে ভর্তি করে। চিকিৎসাধীন অবস্থায় রোববার বিকাল ৫টার দিকে তার মৃত্যু হয়। 

শোয়েবের মৃত্যুতে মা, বাবা, ভাই-বোনসহ পরিবারের সদস্য ও এলাকাবাসীর মধ্যে শোক নেমে এসেছে। 
 

রুবেল/বকুল

সর্বশেষ

পাঠকপ্রিয়