বাগেরহাটে কে কোন প্রতীক পেলেন
বাগেরহাট প্রতিনিধি || রাইজিংবিডি.কম
বাগেরহাটের চারটি আসনে ২৬ জন প্রার্থীর মাঝে প্রতীক বরাদ্দ দিয়েছেন জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মো. খালিদ হোসেন।
সোমবার (১৮ ডিসেম্বর) দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই প্রতীক বরাদ্দ দেওয়া হয়। এসময় প্রতীক প্রাপ্ত প্রার্থী, প্রার্থীদের প্রতিনিধি ও সমর্থকগণ উপস্থিত ছিলেন।
এদিন বাগেরহাট-১ (চিতলমারী, ফকিরহাট ও মোল্লাহাট) আসনে ৬ জন প্রতিদ্বন্দ্বী প্রার্থীর মাঝে প্রতীক বরাদ্দ দেওয়া হয়। এর মধ্যে আওয়ামী লীগের সংসদ সদস্য শেখ হেলাল উদ্দিনকে নৌকা, জাতীয় পার্টির মো. কামরুজ্জামানকে লাঙ্গল, তৃণমূল বিএনপির মাহফুজুর রহমানকে সোনালী আঁশ, বাংলাদেশ ন্যাশনাল মুভমেন্ট’র (বিএনএম) মো. মঞ্জুর হোসেন শিকদারকে নোঙ্গর, ন্যাশনাল পিপলস পার্টির বাসুদেব গুহকে আম, বাংলাদেশ কংগ্রেস’র আতাউর রহমান আতিকীকে ডাব প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে।
বাগেরহাট-২ (কচুয়া-বাগেরহাট সদর) আসনে ৬ জন প্রতিদ্বন্দ্বী প্রার্থীর মাঝে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। এর মধ্যে আওয়ামী লীগের সংসদ সদস্য শেখ তন্ময় নৌকা, জাতীয় পার্টির হাজরা সহিদুল ইসলাম লাঙ্গল, জাকের পার্টির খান আরিফুর রহমান গোলাপফুল, বাংলাদেশ ন্যাশনাল মুভমেন্ট’র (বিএনএম) সোলায়মান শিকদার নোঙ্গর, তৃনমূল বিএনপির মরিয়ম সুলতানা সোনালী আঁশ ও স্বতন্ত্র প্রার্থী এস এম আজমল হোসেন ঈগল প্রতীক পেয়েছেন।
বাগেরহাট-৩ (মোংলা-রামপাল) আসনে ৭ জন প্রতিদ্বন্দ্বী প্রার্থীর মাঝে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। এর মধ্যে আওয়ামী লীগের উপমন্ত্রী হাবিবুন নাহার নৌকা, জাতীয় পার্টির মো. মনিরুজ্জামান মনি লাঙ্গল, জাসদের শেখ নুরুজ্জামান মাসুম মশাল, বাংলাদেশ ন্যাশনাল মুভমেন্ট’র (বিএনএমম) সুব্রত মন্ডল নোঙ্গর, বাংলাদেশ কংগ্রেসের মফিজুল ইসলাম গাজী ডাব, তৃণমূল বিএনপির ম্যানুয়েল সরকার সোনালী আঁশ, স্বতন্ত্র প্রার্থী হিসেবে জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা ইদ্রিস আলী ইজারাদার ঈগল প্রতীক পেয়েছেন।
বাগেরহাট-৪ (মোরেলগঞ্জ-শরণখোলা) আসনে ৭ জন প্রতিদ্বন্দ্বী প্রার্থীর মাঝে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। এর মধ্যে আওয়ামী লীগের এইচ এম বদিউজ্জামান সোহাগ নৌকা, জাতীয় পার্টির সাজন কুমার মিস্ত্রি লাঙ্গল, ন্যাশনাল পিপলস পার্টির (এনপিপি) মুহাম্মদ লোকমান আম, বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোটের মুহাম্মদ বদরুজ্জামান ছড়ি, বাংলাদেশ ন্যাশনাল মুভমেন্ট’র (বিএনএম) রেজাউল ইসলাম রাজু নোঙ্গর, তৃণমূল বিএনপির লুৎফর নাহার রিক্তা সোনালী আঁশ ও স্বতন্ত্র প্রার্থী মো. জামিল হোসাইন ঈগল প্রতীক পেয়েছেন।
বাগেরহাটের জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মো. খালিদ হোসেন বলেন, বাগেরহাটের চারটি আসনে ২৬ জন প্রতিদ্বন্দ্বী প্রার্থীর মাঝে প্রতীক বরাদ্দ করা হয়েছে। এর মধ্যে ৩ জন স্বতন্ত্র ও বিভিন্ন দলের ২৩ জন প্রার্থী রয়েছেন। প্রার্থীদের নির্বাচনী আচরণবিধি মেনে চলার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে।
শহিদুল/ফয়সাল