ঢাকা     শনিবার   ২০ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৫ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

খাবার ভেবে ইঁদুর মারার বিষ খেয়ে কিশোরের মৃত্যু

নোয়াখালী প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:০৬, ২২ ডিসেম্বর ২০২৩   আপডেট: ১২:১২, ২২ ডিসেম্বর ২০২৩
খাবার ভেবে ইঁদুর মারার বিষ খেয়ে কিশোরের মৃত্যু

নোয়াখালীর চাটখিলে খাবার ভেবে ইঁদুর মারার বিষ খেয়ে জাহিদুল ইসলাম আল আমিন (১৪) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে।  

নিহত আল আমিন চাটখিল উপজেলার খিলপাড়া ইউনিয়নের নাহারখিল গ্রামের মুকবুল আহাম্মেদ চেরাং বাড়ির হান্নান হোসেন হানিফের ছেলে।  

বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) উপজেলার খিলপাড়া ইউনিয়নের মুকবুল আহাম্মেদ চেরাং বাড়িতে এ ঘটনা ঘটে।  

স্থানীয় সূত্রে জানা যায়, নিহত আল আমিনের মা জেসিমন আক্তার ইঁদুর মারার বিষ চাউলের গুড়া ও নারিকেলের সাথে মিশিয়ে বসত ঘরের ভিতর গ্যাসের চুলার পাশে রাখেন। একপর্যায়ে আল অমিন খাবার মনে করে তা খেয়ে ফেলে। এতে তার গলায় জ্বালাপোড়া ও  বমি হতে থাকলে তাকে লক্ষীপুরের চন্দ্রগঞ্জ এসএমকে হাসপাতালে নিয়ে যায়। সেখান থেকে তাকে চাটখিল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমদাদুল হক বলেন, এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। অভিযোগ না থাকায় মরদেহ ময়নাতদন্ত ছাড়া পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

সুজন/টিপু

সর্বশেষ

পাঠকপ্রিয়