ঢাকা     শুক্রবার   ১৩ সেপ্টেম্বর ২০২৪ ||  ভাদ্র ২৯ ১৪৩১

শীতলক্ষ্যায় রিভার এ্যাকশন গ্রুপ মিটিং

কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:৩৯, ৩১ ডিসেম্বর ২০২৩   আপডেট: ১২:৫২, ৪ জানুয়ারি ২০২৪
শীতলক্ষ্যায় রিভার এ্যাকশন গ্রুপ মিটিং

‘নদীরও জীবন আছে’ স্লোগানে গাজীপুরের কালীগঞ্জের শীতলক্ষ্যায় রিভার এ্যাকশন গ্রুপ মিটিং আয়োজন করা হয়েছে।

রোববার (৩১ ডিসেম্বর) সকালে একটি লঞ্চ শীতলক্ষ্যা নদীর কাঞ্চন এলাকা থেকে যাত্রা শুরু করে। দুপুরে শীতলক্ষ্যা নদীর কালীগঞ্জ এলাকায় যাত্রাবিরতি শেষে বিকেলে পুনরায় কাঞ্চন এলাকায় ফিরে আসে।

বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি (বেলা), বাংলাদেশ রিভার ফাউন্ডেশন ও রিভার অ্যান্ড ডেল্টা রিসার্স সেন্টারের যৌথ আয়োজনে অনুষ্ঠান সঞ্চালনা করেন বেলার প্রধান নির্বাহী সৈয়দা রিজওয়ানা হাসান। এতে বক্তব্য রাখেন জাতীয় নদী রক্ষা কমিশনের সাবেক চেয়ারম্যান ড. মজিবুর রহমান হাওলাদার, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. মুঞ্জুরুল কিবরিয়া, রিভার অ্যান্ড ডেল্টা রিসার্চ সেন্টারের চেয়ারম্যান মোহাম্মদ এজাজ, ওয়াটার কিপার্স এলায়েন্স বাংলাদেশের প্রধান সমন্বয়ক শরীফ জামিল, বাংলাদেশ রিভার ফাউন্ডেশনের চেয়ারম্যান মুহাম্মদ মনির হোসেন, বাংলাদেশ পরিবেশ আন্দোলনের (বাপা) যুগ্ম সম্পাদক মিহির বিশ্বাস, নোঙ্গর ট্রাস্টের চেয়ারম্যান শামস সুমন, পরিবেশ ও নদী রক্ষা উন্নয়ন ফাউন্ডেশনের চেয়ারম্যান এইচ এম সুমন, পরিবেশ রক্ষা উন্নয়ন সোসাইটির চেয়ারম্যান মোহাম্মদ হোসাইন, বাংলাদেশ নদী পরিব্রাজক দল কেন্দ্রীয় কমিটির সেক্রেটারি ইসলাম মাহমুদ, শীতলক্ষ্যা নদী রক্ষা কমিটির সভাপতি আব্দুর রহমান আরমান, স্ট্যামফোরড ইউনিভার্সিটির পরিবেশ বিজ্ঞান বিভাগের চেয়ারম্যান প্রফেসর কামরুজ্জামান মজুমদার ও সেক্রেটারি রফিক সরকার, রিভার বাংলার সম্পাদক ফয়সাল আহমেদ, সুরমা ওয়াটার কিপার্স সমন্বয়ক আব্দুল করিম কিম, খোয়ায় ওয়াটার কিপার্স সমন্বয়ক তফাজ্জল সোহেলসহ বাংলাদেশের জাতীয় পর্যায়ের নদী, পরিবেশ ও পানি বিষয়ক সংগঠনগুলোর নেতারা।

এসময় নদী নিয়ে কাজ করে এমন ২০টি সংগঠনের নেতৃবৃন্দ ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের ফাঁকে ফাঁকে গানছবি ফোক ব্যান্ডের প্রতিষ্ঠাতা ও ভোকাল কবি মোস্তফা খান এবং তার দলের শিল্পীরা নদীর দখল-দূষণ ও নদীর কান্না নিয়ে সংগীত পরিবেশন করেন।

গ্রুপ মিটিং-এ আমাদের নদীগুলো সম্পর্কে বিশদভাবে জানা, নদী আন্দোলনের ম্যাপিং, নদী আন্দোলনের আইনগত চাহিদা নিরুপণ করা, নদী আন্দোলনে এলাকাবাসী, জনগণ, প্রশাসন ও বিশেষজ্ঞদের সম্পৃক্ত করার কৌশল সর্ম্পকে আলোচনা করা হয়।
এছাড়াও দলীয় কাজ হিসেবে নদীর ম্যাপিং (ঢাকা বিভাগের সুস্থ প্রবাহের ও সংকটাপন্ন নদী), নদী আন্দোলনসমূহের ম্যাপিং, জাতীয় নদী রক্ষা কমিশন কর্তৃক প্রকাশিত তালিকায় ঢাকা বিভাগের সব নদীর নাম আছে কিনা, নদীসমূহের সমস্যা চিহ্নিতকরণ, জাতীয় নদী রক্ষা কমিশনের ভূমিকা (বর্তমান ও সম্ভাব্য) এবং ঢাকা বিভাগের নদীসমূহ রক্ষায় করণীয় ও আইনি চাহিদা (নদী অধিকার কর্মীদের সুরক্ষায় করনীয়) সম্পর্কে অবগত করা হয়।

রফিক/ফয়সাল

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়