ঢাকা     শুক্রবার   ০৫ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

ফেরি ডুবি: উদ্ধারে যোগ দিতে আসছে ঝিনাই-১ 

মানিকগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:১২, ১৯ জানুয়ারি ২০২৪  
ফেরি ডুবি: উদ্ধারে যোগ দিতে আসছে ঝিনাই-১ 

মানিকগঞ্জের পাটুরিয়ায় ডুবে যাওয়া ফেরি উদ্ধারে ঝিনাই-১ নামে আরো একটি জাহাজ রওনা দিয়েছে। 

শুক্রবার (১৯ জানুয়ারি) সন্ধ্যা সোয়া ৬টার দিকে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)-এর চেয়ারম্যান আরিফ আহমেদ মোস্তফা এ তথ্য নিশ্চিত করেছেন। 

(বিআইডব্লিউটিএ) এর চেয়ারম্যান আরিফ আহমেদ মোস্তফা বলেন, ‘আজ ‘প্রত্যয়’ নামের উদ্ধারকারী জাহাজ উদ্ধার কাজ শুরু করেছে। ফেরিটিকে উপরে তোলার প্রাথমিক কাজ করেছে প্রত্যয়। আগামীকাল ডুবন্ত ফেরি ভাসানোর চেষ্টা করা হবে। উদ্ধারকাজে রুস্তম ও হামজা নামের উদ্ধারকারী জাহাজও থাকবে। এছাড়া উদ্ধার তৎপরতা বাড়াতে ঝিনাই-১ নামের আরেকটি জাহাজ নারায়ণগঞ্জ থেকে রওনা দিয়েছে। এ জাহাজটি মূলত উদ্ধার কাজে উদ্ধার সহায়তায় কাজ করবে।

চন্দন/এস

সর্বশেষ

পাঠকপ্রিয়