ঢাকা     বৃহস্পতিবার   ১৮ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৩ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

তাপমাত্রা ১০-এর নিচে, বগুড়ায় স্কুল ছুটিতে হযবরল

বগুড়া  প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:১৯, ২২ জানুয়ারি ২০২৪   আপডেট: ১৩:৩২, ২২ জানুয়ারি ২০২৪
তাপমাত্রা ১০-এর নিচে, বগুড়ায় স্কুল ছুটিতে হযবরল

বগুড়ায় তাপমাত্রা ১০ ডিগ্রির নিচে নামায় বন্ধ ঘোষণা করা হয়েছে জেলার সব প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠান। তবে, বিষয়টি জানেন না শিক্ষার্থী এবং অভিভাবকরা।

ফলে, তীব্র শীতের মধ্যে অভিভাবকসহ শিক্ষার্থীদের ক্লাসে গিয়ে আবার ফিরে আসতে হয়েছে। আবার কোনো কোনো শিক্ষাপ্রতিষ্ঠানে ক্লাস হয়েছে বলেও খবর পাওয়া গেছে।

আরো পড়ুন:

শিক্ষকরা জানান, শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধের বিষয়টি সকালে জেনে ঘোষণা দেওয়া হয়েছে। জেলা শিক্ষা অফিস থেকে জানানো হয়েছে, তাপমাত্রার ওপর নির্ভর করে পাঠদান চালু না বন্ধ থাকবে সেই ঘোষণা দেওয়া হয়।

অভিভাবকরা বলছেন, পাঠদান কার্যক্রম বন্ধ এবং চালুর বিষয়ে নির্দিষ্ট একটা সময়সীমা বেধে দেওয়া দরকার। তা না হলে প্রতিদিনই ক্লাস চালু না বন্ধ জানার জন্য স্কুলে আসতে হবে। নোটিশ তো শিক্ষাপ্রতিষ্ঠানে লাগানো হয়।

তারা জানান, তীব্র শীতের কারণে স্বাস্থ্য বিবেচনায় শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়েছে। এটা খুবই ভালো। কিন্তু শৈত্যপ্রবাহ কতদিন চলবে, কতদিন স্কুল বন্ধ থাকবে এটার জন্য একটা নির্দেশনা দিলে ভালো হয়।

সোমবার (২২ জানুয়ারি) বগুড়ায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৯ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস। যা চলতি মৌসুমে জেলার সর্বনিম্ন। বগুড়া আবহাওয়া অফিসের উচ্চ পর্যবেক্ষক শাহ আলম রাইজিংবিডিকে বিষয়টি নিশ্চিত করেছেন।

জেলার শিক্ষা অফিস সূত্রে জানা যায়, বগুড়ায় প্রাথমিক বিদ্যালয় আছে ১৬০৩টি। মাধ্যমিক বিদ্যালয় ৪৪৯টি, মাদ্রাসা ৩০৭টি এবং স্কুল ও কলেজ আছে ৩১টি।

সরেজমিনে বগুড়া শহরের কয়েকটি স্কুল ঘুরে দেখা গেছে, প্রতিটি স্কুলেই শিক্ষার্থীদের উপস্থিতি রয়েছে। দু-একটা ক্লাস হওয়ার পরে ছুটি ঘোষণা করা হয়।

বগুড়া জিলা স্কুলের প্রধান শিক্ষক শ্যামপদ মুস্তফি বলেন, জেলা শিক্ষা অফিস থেকে ছুটির নির্দেশনা আমাদের সকালে জানানো হয়েছে। পরে ছুটি দিয়েছি।

ছুটি কতদিন দেওয়া হয়েছে জানতে চাইলে তিনি বলেন, এটা তো আমাদের হাতে নেই। আগামীকাল তাপমাত্রা কী হবে? এরপর শিক্ষা অফিস থেকে ছুটির বিষয়ে জানালে আমরা আবার নোটিশ দেব।

বগুড়া পুলিশ স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ শাহাদত আলম ঝুনু বলেন, শিক্ষা বিভাগ যেভাবে বলবে, সেভাবেই পরিচালনা করা হবে। সকালে মাধ্যমিক শাখার ব্যাপারে একটা নির্দেশনা আসছে। যে কারণে আমরা একাডেমিক কার্যক্রম বন্ধ রেখেছি। বিকেল ৪টার মধ্যে হয়তো পরবর্তী সিদ্ধান্ত জানাবে। তখন আবার নোটিশ দেওয়া হবে।

জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. আসাদুজ্জামান চৌধুরী বলেন, তাপমাত্রা ১০ ডিগ্রির নিচে থাকার শুধু আজকের জন্য একাডেমিক কার্যক্রম বন্ধ ঘোষণা দেওয়া হয়েছে।

তাপমাত্রা যদি আগামীকাল ১০ ডিগ্রির নিচে থাকে সেক্ষেত্রে কী করবেন? জানতে চাইলে তিনি বলেন, আবহাওয়া অফিস থেকে তথ্য নিয়ে সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। তবে আজ যেমন শিক্ষার্থীরা আসার পর ফিরে গেছে; এরকম যেন না হয় সেজন্য আমরা চেষ্টা করছি। কীভাবে সেটা করা যায়, তা নিয়ে কাজ করছি।

জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা হযরত আলী বলেন, সকালে আবহাওয়া অফিসে যোগাযোগ করা হয়েছিল। সর্বনিম্ন তাপমাত্রা ৯ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস জানার পর স্কুল ছুটি ঘোষণা করা হয়। এই নির্দেশনা সব স্কুলে পাঠিয়ে দেওয়া হয়েছে।

এনাম/কেআই

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়