ঢাকা     বুধবার   ০৮ মে ২০২৪ ||  বৈশাখ ২৫ ১৪৩১

বিরোধী দল হিসেবে সংসদে প্রত্যাশার কথা জানিয়েছি: জিএম কাদের

রংপুর প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:৪১, ১ ফেব্রুয়ারি ২০২৪   আপডেট: ১৮:৪৭, ১ ফেব্রুয়ারি ২০২৪
বিরোধী দল হিসেবে সংসদে প্রত্যাশার কথা জানিয়েছি: জিএম কাদের

বিরোধী দল হিসেবে জাতীয় পার্টি সংসদে নিজেদের প্রত্যাশার কথা জানিয়েছে। এতে রেওয়াজ ভাঙার কিছু নেই। যারা অসন্তুষ্ট হয়েছেন তারা বিষয়টি বুঝতে পারেননি বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের।

বৃহস্পতিবার (১ ফেব্রুয়ারি) দুপুরে রংপুরে দলের ১১জন নির্বাচিত সংসদ সদস্য নিয়ে পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান প্রয়াত এইচএম এরশাদের কবর জিয়ারত করে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

এসময় তিনি বলেন, দেশের অর্থনৈতিক পরিস্থিতি অত্যন্ত খারাপ। দ্রব্যমূল্যের লাগাম টানতে সরকার ব্যর্থ হচ্ছে। সাধারণ মানুষের দিনদিন আয় কমছে, দ্রব্যমূল্য বাড়ছে। এ অবস্থা চলতে থাকলে জনগণ সরকারকে সুখে থাকতে দেবে না। ৩৪ বছর ক্ষমতার বাইরে থেকে প্রশ্নবিদ্ধ নির্বাচনে ১১টি আসন পাওয়ায় দলের ধস মনে করছি না।

জাতীয় পার্টির মহাসচিব মুজিবুল হক চুন্নু বলেন, সংখ্যা বিষয় নয়; আন্তরিকতা বড় কথা। পোড় খাওয়া নেতারা বিরোধী দলের সংসদ সদস্য। কম সংখ্যক সদস্য নিয়েও তারা বিরোধীদল হিসেবে সংসদে জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাতে পারবেন।

এছাড়াও সাংগঠনিক পরিস্থিতির প্রসঙ্গ টেনে চুন্নু বলেন, জাতীয় পার্টি অস্তিত্ব সংকটে নেই। যারা পার্টিকে নিয়ে নানান কথা বলছেন; তাদের মধ্যে রওশন এরশাদ ছাড়া কেউই জাতীয় পার্টির নন। রওশন এরশাদ অসুস্থ। বর্তমানে রাজনৈতিক সিদ্ধান্ত দেওয়ার মতো অবস্থায় তিনি নেই। একটি মহল নিজেদের স্বার্থ চরিতার্থ করার জন্য তাকে ব্যবহার করছেন। বহিষ্কৃত নেতারা নতুন দল গঠন করলেও জাতীয় পার্টি চিন্তিত নয়।

এসময় উপস্থিত ছিলেন, জাতীয় পার্টির মহাসচিব মুজিবুল হক চুন্নুসহ দলের নির্বাচিত ১১জন সংসদ সদস্য ও স্থানীয় নেতৃবৃন্দ।

আমিরুল/ফয়সাল

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়