ঢাকা     সোমবার   ০৮ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২৩ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

বঙ্গোপসাগরে ভাসমান অবস্থায় ১৮ জেলে উদ্ধার

বরগুনা প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:৫৩, ১১ ফেব্রুয়ারি ২০২৪   আপডেট: ১১:২৪, ১২ ফেব্রুয়ারি ২০২৪
বঙ্গোপসাগরে ভাসমান অবস্থায় ১৮ জেলে উদ্ধার

ফাইল ফটো

গভীর বঙ্গোপসাগরে মাছ শিকারে গিয়ে ট্রলার ডুবে নিখোঁজ হওয়া ১৮ জেলেকে ভাসমান অবস্থায় উদ্ধার করেছে জেলেরা।

রোববার (১১ ফেব্রুয়ারি) জেলেদের বরাত দিয়ে এই তথ্য নিশ্চিত করেছেন বাংলাদেশ মৎস্যজীবী ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী।

আরো পড়ুন:

এর এক দিন আগে (১০ ফেব্রুয়ারি) বরগুনার পাথরঘাটা উপজেলার মারুফ হোসেনের মালিকানাধীন এফবি আল-আমিন ট্রলারের তলা ফেটে ১৮ জন জেলে নিখোঁজ হন। নিখোঁজের ১০ ঘন্টা পর ভাসমান অবস্থায় তাদের উদ্ধার করে আরেকটি ট্রলারের জেলেরা।

মৎস্যজীবী ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী বলেন, পহেলা ফেব্রুয়ারি মারুফ হোসেনের ট্রলার নিয়ে ১৮ জেলে পাথরঘাটা থেকে দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরে মাছ শিকারে যায়। ওই এলাকায় মাছ না পাওয়ায় তারা পটুয়াখালীর রাঙ্গাবালির পূর্ব-দক্ষিণ বঙ্গোপসাগরে এসে আটবাম এলাকায় মাছ ধরার জন্য জাল ফেলেন। এরপর তারা ঘুমিয়ে পড়েন। ঘুম থেকে উঠে দেখেন ট্রলারের তলা ফেটে পানি ঢুকে ট্রলার প্রায় ডুবে গেছে। এসময় তারা ট্রলার থেকে লাফিয়ে সাগরে পড়ে ভাসতে থাকেন। ১০ ঘন্টা ভাসমান অবস্থায় থাকার পর তাদের রাঙ্গাবালির আরেকটি ট্রলারের জেলেরা উদ্ধার করে নিয়ে আসেন। জেলেরা সবাই সুস্থ্য আছেন।

ইমরান/ফয়সাল

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়