ঢাকা     সোমবার   ১৫ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ১ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

উঠান থেকে শিশুকে নিয়ে গেল শিয়াল, মিলল মরদেহ

কিশোরগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:৫০, ২ ডিসেম্বর ২০২৫   আপডেট: ১৩:০২, ২ ডিসেম্বর ২০২৫
উঠান থেকে শিশুকে নিয়ে গেল শিয়াল, মিলল মরদেহ

কিশোরগঞ্জ সদর উপজেলার পুঁথিপাড়া গ্রামে শিয়ালের কামড়ে এক শিশুর মৃত্যু হয়

কিশোরগঞ্জে শিয়ালের কামড়ে দুই বছর বয়সী শিশুর মৃত্যু হয়েছে। সোমবার (১ ডিসেম্বর) সন্ধ্যা ৭টার দিকে সদর উপজেলার বৌলাই ইউনিয়নের পুঁথিপাড়া এলাকায় মারা যায় সে।

এলাকাবাসী জানান, প্রায় এক বছর আগে একই এলাকায় শিয়ালের আক্রমণে আরো এক শিশুর মৃত্যু হয়। তাদের ধারণা, জঙ্গল কমে যাওয়ায় লোকালয়ে শিয়ালের উপদ্রব বেড়েছে।

আরো পড়ুন:

মারা যাওয়া শিশুর নাম হুমাইরা আক্তার। সে একই এলাকার অটোরিকশা চালক হুমায়ুন কবিরের মেয়ে।  

হুমাইরার বাবা হুমায়ুন কবির জানান, গতকাল সন্ধ্যায় হুমাইরা তার চাচা গোলাম মোস্তাফার ঘর থেকে খেলাধুলা করে ফিরছিল। পরিবারের কেউ খেয়াল না করায় বাড়ির উঠান থেকে হুমাইরাকে টেনে নিয়ে যায় শিয়াল। খোঁজাখুঁজির এক পর্যায়ে তার মরদেহ পাওয়া যায়। তিন ছেলে ও এক মেয়ের মধ্যে সবার ছোট হুমাইরাকে সবচেয়ে বেশি আদর করতেন বলেও জানান তিনি।

শিশুটির ভাবী মর্তুজা বেগম জানান, সন্ধ্যার নামাজের পর ঘরের সামনে দিয়ে দুটি শিয়াল যেতে দেখেছিলেন। হুমাইরার মৃত্যুর খবর পেয়ে তিনি ধারণা করেন, ওই শিয়াল দুটি তাকে টেনে নিয়ে গেছে। হুমাইরার পুরো শরীরেই শিয়ালের কামড়ের দাগ ছিল। শিশুটির শরীরের অনেকটা অংশ শিয়াল খেয়ে ফেলছে বলেও জানান তিনি। 

স্থানীয় বাসিন্দা মোহাম্মদ রাসেল জানান, প্রায় এক বছর আগে একই এলাকায় শিয়ালের আক্রমণে আরো একটি শিশুর মৃত্যু হয়। আগে, এলাকায় বন-জঙ্গল ও আঁখক্ষেত বেশি থাকায় শিয়ালের খাদ্যের অভাব ছিল না। এখন জঙ্গল কমে যাওয়ায় লোকালয়ে শিয়ালের উপদ্রব বেড়ে গেছে। এমন মৃত্যু অত্যন্ত বেদনাদায়ক।

মঙ্গলবার (২ ডিসেম্বর) সকালে কিশোরগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘটনাটি খুবই মর্মান্তিক। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

ঢাকা/রুমন/মাসুদ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়